IPL 2021: CSK vs MI: হেভিওয়েটদের ফ্লপ শো -র দিনে, Ruturaj-র ধামাকা, CSK স্কোর ১৫৬/৬

Last Updated:

IPL 2021: CSK vs MI ম্যাচে Ruturaj Gaikwad-র সুপার ইনিংস৷

Rturaj Gaikwad has played good innings - Photo-PTI
Rturaj Gaikwad has played good innings - Photo-PTI
#চেন্নাই : হেভিওয়েটরা যখন একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন , যখন মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএলের দ্বিতীয়পর্বে বেশ হতশ্রী পারফরম্যান্স করতে শুরু করল, তখন এক তরুণের ব্যাট বদলে দিল ম্যাচের ধারা৷ আইপিএলের মঞ্চে একাধিকবার তরুণরা উঠে এসে নিজেদের প্রমাণ করেন আইপিএল ২০২১ -এ (IPL 2021) সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI) ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) তাই প্রমাণ করলেন৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস  অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷  কিন্তু তার টপ অর্ডার ব্যাটসম্যানরা অর্থাৎ ফ্যাফ ডু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু তিন জনেই তিনটি করে মাত্র বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
advertisement
মহেন্দ্র সিং ধোনি দুবাইতে প্রথম ম্যাচে ফ্লপ৷ তিনি ফ্লপ আইপিএলের অন্যতম সেরা পরিগণিত সুরেশ রায়না৷ ধোনি করেন ৫ বলে ৩ রান, আর রায়না করেন ৬ বলে ৪ রান৷
একদিকে রুতুরাজ ইনিংস ধরে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তাঁর উল্টোদিকে কিছুক্ষণ থেকে ইনিংসকে কিছুটা স্থিতিশীলতা দেন রবীন্দ্র জাদেজা৷ ৩৩ বলে ২৬ করেন তিনি৷ কিন্তু এরপর আবার ডয়েন ব্র্যাভো ৮ বলে ২৩ রান করেন৷ অন্যদিকে রুতুরাজ এই দুই পার্টনারের সঙ্গে নিজের স্বচ্ছন্দ ইনিংস জারি রাখেন৷ তিনি ৫৮ বলে ৮৮ রান করেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷
advertisement
advertisement
এদিকে এদিনের ইনিংসে সাবলীল ভাবে জসপ্রীত বুমরাহ ও অন্য বোলারদের বিরুদ্ধে নিজের সহজাত ইনিংস বজায় রাখেন৷ এদিনের ম্যাচে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেননি৷ ওভাল টেস্টের সময়ের চোটের কারণে এই ম্যাচে খেলেননি তিনি৷ এদিনের ম্যাচে কাইরন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: CSK vs MI: হেভিওয়েটদের ফ্লপ শো -র দিনে, Ruturaj-র ধামাকা, CSK স্কোর ১৫৬/৬
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement