বাঙালি Parambrata না বলিউড স্টার Ranbir Kapoor দাদা-র বায়োপিক নিয়ে সরগরম!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বলিউডে জোর খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে জোর চর্চা কে অভিনয় করবেন..
#কলকাতা: দিন কয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly biopic) নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে৷ এমনিতেই বলিউডে বেশ কয়েকটি ক্রীড়াবিদদের নিয়ে বায়োপিক হয়েছে৷ তারমধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়ে বানানো ছবি, এছাড়া মিলখা সিংকে নিয়ে বানানো ছবিও বেশ মন কেড়েছিল দর্শকদের৷ এছাড়া মেরি কম, সাইনা নেহওয়াল, মহম্মদ আজহারউদ্দিনকে (Mohammad Azharuddin) নিয়েও বায়োপিক হয়েছে৷ ছবিতে কে মুখ্য চরিত্রে অভিনয় করেন এটা অনেক সময়েই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বায়োপিকের ক্ষেত্রে৷ সৌরভের বায়োপিক হলে রণবীর কাপুর (Rabir Kapoor) না পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) নিয়ে নেটদুনিয়া উত্তাল৷
advertisement
বড় ব্যানারেই আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly biopic) ৷ এই খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে জোর চর্চা৷ সকলেরই প্রশ্ন দাদার চরিত্রে কে অভিনয় করলে ভালো মানাবে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সাক্ষাৎকারে জানিয়েছেন রণবীর কাপুর তাঁর চরিত্রে অভিনয় করলে ভালো হবে৷ এদিকে ফিল্মবোদ্ধাদের দাবি পরমব্রত চট্টোপাধ্যায় বায়োপিকের জন্য ভালো বিকল্প৷
advertisement
১৩ জুলাই চিত্র পরিচালক লভ রঞ্জন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly biopic) ঘোষণা করেছিলেন৷ কিন্তু এখনও লিড রোলের জন্য অভিনেতা নির্বাচন হয়নি৷ সূত্রের খবর রণবীর কাপুর কিম্বা হৃতিক রোশন এই রোল করতে পারেন৷
advertisement

এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয় তাঁর বায়োপিকের জন্য তাঁর কাকে পছন্দ, তখন তিনি উত্তর দেন , এটা ক্রিয়েটিভ কল৷ অর্থাৎ যাঁরা সিনেমা বানাবেন তাঁর কাকে তাঁর জায়গায় ভাবছেন এটা তাঁদের ভাবনার৷ তবে তিনি নিজের বায়োপিকের জন্য রণবীর কাপুরকে তাঁর চরিত্রে ভালো লাগবে৷ এদিকে দাদা ফ্যানরা চাইছেন বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করুন৷
advertisement
দাদা -র বায়োপিক তৈরির আগে থেকেই চলচ্চিত্রটি ঘিরে ফ্যানদের মধ্যে উন্মাদনা তৈরি হয়ে গেছে৷ এখন দেখার দাদা-র পছন্দ নাকি বাঙালিদের পছন্দ কোনটা মেলে পরিচালকের পছন্দের সঙ্গে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2021 3:26 PM IST