IPL 2021: CSK vs RR: ওয়াংখেড়েতে দ্বাদশ ম্যাচ, জেনে নিন টস আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জিও সাবস্ক্রাইবাররা ফ্রি তে দেখতে পারবেন অনলাইনে এই ম্যাচ৷
#মুম্বই: তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আর রাজস্থান রয়্যালস (Rajasthan Roylas) জয়ের লক্ষ্যে বাইশ গজে মুখোমুখি হচ্ছে৷ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস দু‘টি দলই নিজেদের প্রথম জয় পেলেও একটি করে ম্যাচ ইতিমধ্যেই হেরেছে৷ সোমবারের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন৷
তাই এই ম্যাচের জয়ে নিজেদের জয়ের পরিসংখ্যান ভালো করে নিতে চাইছে৷ সঞ্জু স্যামসনের রাজস্থান বনাম ধোনির চেন্নাই এদিন একে অপরকে হারাতে বদ্ধপরিকর৷ আইপিএলের ১২ নম্বর ম্যাচে (IPL 2021)৷ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই পঞ্জাব সুপার কিংসকে পর্যদুস্ত করেছে৷ অন্যদিকে রাজস্থান রয়্যালস শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সকে হারিয়েছে৷
Hello & good evening from Mumbai for Match 12 of the #VIVOIPL
The MS Dhoni-led @ChennaiIPL will take on @rajasthanroyals, led by Sanju Samson. Which team will take this home tonight? #VIVOIPL pic.twitter.com/n7ka5JP9Pk — IndianPremierLeague (@IPL) April 19, 2021
advertisement
advertisement
গুরুত্বপূর্ণ ১২ তম ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ৷
স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখাবে৷ পাশাপাশি ম্যাচের অনলাইন স্ট্রিমিং দেখা যাবে হটস্টার৷ যারা জিও গ্রাহক তারা হটস্টারে ফ্রিতে এই ম্যাচ দেখতে পাবেন৷
এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির একমাত্র যোগ্য উত্তরসূরি ধরা হচ্ছে ঋষভ পন্থকে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে জাতীয় দলের জার্সি গায়ে পারফর্ম করেছেন পন্থ, তাতে সেটাই স্বাভাবিক। লোকে ভুলেই গিয়েছে মহেন্দ্র সিং ধোনির আর এক উত্তরসূরীকে। তিনি সঞ্জু স্যামসন। নতুন বছরে অভিজ্ঞ স্টিভ স্মিথকে সরিয়ে দিয়ে যাঁর ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত ১১৯ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। শেষ ম্যাচে সঞ্জু রান না পেলেও জিতেছিল দল।
view commentsLocation :
First Published :
April 19, 2021 7:01 PM IST

