#মুম্বই: লাদাখের গালওয়ানে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনার পর থেকেই ভারত-চিন দু’দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে ৷ দেশজুড়ে উঠেছে চিনা সামগ্রী বর্জনের ডাক ৷ যার জেরে এ বছরের মতো আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে চিনা স্মার্টফোন সংস্থা ভিভোও ৷ এবার তাহলে নতুন স্পনসর কে ? এই বিষয়টিই বিসিসিআইয়ের কাছে এখন নতুন মাথাব্যথার কারণ ৷
১৯ সেপ্টেম্বর থেকে এ বছর আইপিএল শুরু হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে ৷ অর্থাৎ বোর্ডের কাছে হাতে খুব বেশি সময় নেই স্পনসর খোঁজার ৷ এই অবস্থায় বোর্ড সূত্রের খবর, বেশ কিছু সংস্থা আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে ৷ যাদের মধ্যে অন্যতম বাবা রামদেবের পতঞ্জলি ৷ আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার আগ্রহ দেখিয়েছে রামদেবের সংস্থা ৷
২০০৬ সাল থেকে বিভিন্ন আয়ুর্বেদ ও হারবাল প্রডাক্ট উৎপাদন করছে রামদেবের পতঞ্জলি। দেশবাসীর কাছে পতঞ্জলি পণ্যের ভাল গ্রহণযোগ্যতা আছে। এবার আইপিএলের মাধ্যমে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও নিজের প্রডাক্ট ছড়িয়ে দিতে চাইছেন রামদেব।সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা বলেন, ‘‘এ বছর আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার কথা ভাবছি আমরা। আমরা পতঞ্জলি ব্র্যান্ডকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।’’ আর ব্র্যান্ড বিশ্লেষক হরিশ বিজরের মতে, পতঞ্জলি টাইটেল স্পনসর হলে তাদেরই বেশি লাভ হবে। তার ধারণা, জাতীয়তাবাদের প্রেক্ষাপট থেকে পতঞ্জলির স্পনসর হওয়াটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ দেশদুড়ে এখন চিন বিরোধী স্লোগান চলছে ৷
এদিকে নতুন টাইটেল স্পনসর হিসেবে দৌড়ে ভাসছে রিলায়েন্স জিও’র নাম। দৌড়ে রয়েছে বাইজুস, কোকাকোলা এবং অ্যামাজনও। তবে বছরে ৪৪০ কোটি টাকার ঘাটতি মেটাতে বোর্ড সূত্রে খবর, নতুন টাইটেল স্পনসরের পাশাপাশি নেওয়া হতে পারে এক বা দুটি অ্যাসোসিয়েট স্পনসরও। তবে যাকেই নেওয়া হোক না কেন সেটা এক বছরের জন্যই হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।