#দুবাই: বিরাট কোহলির ব্যাঙ্গালোরকে হারিয়ে অবশেষে জয়ে ফির এম এস ধোনির চেন্নাই৷ আট উইকেটে জয় পেল সিএসকে৷ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতে ৮ পয়েন্টে পৌঁছল চেন্নাই৷ ফলে ক্ষীণ হলেও খাতায় কলমে এখনও প্লে অফে যাওয়ার আশা টিকে থাকল চেন্নাইয়ের৷
এই ম্যাচে নামার আগেই চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার আশা কার্যত ফুরিয়ে গিয়েছিল৷ বরং এই ম্যাচ জিততে পারলে প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলতে পারত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট৷ কিন্তু টুর্নামেন্ট যত এগোচ্ছে, দুবাইয়ের উইকেট তত মন্থর হয়ে যাচ্ছে৷ ফলে এ দিন কোনওসময়ই রানের গতি খুব বেশি বাড়াতে পারেননি বেঙ্গালোরের ব্যাটসম্যানরা৷ তার মধ্যেও অসাধারণ ইনিংস খেলে যান অধিনায়ক বিরাট কোহলি৷ ৪৩ বলে ৫০ রান করেন তিনি৷ অন্যদিকে এ বি ডেভিলিয়ার্স ৩৬ বলে ৩৯ করলেও খুব বেশি বড় শট খেলতে পারেননি৷ শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ তোলেন বিরাটরা৷
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে শুরুটা ভাল করেন নবাগত রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্লাফ ডুপ্লেসি৷ অভিজ্ঞ ডুপ্লেসি ফিরে গেলেও অর্ধশতরান পূর্ণ করেন গায়কোয়াড়৷ শেষ পর্যন্ত ৫১ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷ ২৭ বলে ৩৯ রান করেন তিন নম্বরে নামা আম্বাতি রায়াডু- ও৷
২ উইকেট পড়ার পরেই এ দিন ক্রিজে আসেন অধিনায়ক এম এস ধোনি৷ যদিও সেই সময় ম্যাচে যথেষ্টই সুবিধেজনক জায়গায় ছিল চেন্নাই৷ এ দিন অবশ্য ব্যাট হাতে ছন্দেই ছিলেন মাহি৷ ২১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি৷ ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chennai Super Kings, CSK vs RCB, IPL 2020, Royal Challengers Bangalore