CSK vs KKR | Ravindra Jadeja: একার হাতেই নাইটদের হারিয়েছেন, ম্যাচ শেষে কী বললেন রবীন্দ্র জাদেজা ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja after match-winning knock against KKR: ধোনি আউট হওয়ার পর ম্যাচ জেতার প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছিল সিএসকে-র ৷ কিন্তু শেষ আশা জাদেজা তখনও ছিলেন ক্রিজে ৷ সিএসকে ফ্যানদের নিরাশ করেননি তিনি ৷ একার হাতেই ম্যাচ জেতালেন তিনি ৷
আবুধাবি: রবিবার আইপিএলে আরও একটা দুর্দান্ত ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা ৷ হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ৷ মুম্বইয়ের পর চেন্নাইকে হারানোরও এদিন দারুণ সুযোগ ছিল কেকেআরের (KKR) সামনে ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি, শুধুমাত্র একজনের জন্যই ৷ তিনি হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷
ধোনি আউট হওয়ার পর ম্যাচ জেতার প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছিল সিএসকে-র ৷ কিন্তু শেষ আশা জাদেজা তখনও ছিলেন ক্রিজে ৷ সিএসকে ফ্যানদের নিরাশ করেননি তিনি ৷ একার হাতেই ম্যাচ জেতালেন তিনি ৷
🎥 Dressing room talks: The final overs with Jaddu, Shardul & a cameo by Cherry!#CSKvKKR #WhistlePodu #Yellove 🦁 💛 @imShard @imjadeja @deepak_chahar9 pic.twitter.com/NkVeRMtoMh
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 26, 2021
advertisement
advertisement
শেষ ২ ওভারে ম্যাচ জেতার জন্য ২২ রান দরকার ছিল সিএসকে-র ৷ এরপরেই ব্যাট হাতে ‘ম্যাজিক’ শুরু হল জাদেজার ৷ অতীতে বহু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি ৷ এদিনও ঠিক সময়ে জ্বলে উঠলেন তিনি ৷ মাত্র চার বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি ৷ প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ চেন্নাইয়ে দিকে ঝুঁকি যায় ৷ নারিনের শেষ ওভারে তখনও বেশ কিছু ‘সাসপেন্স’ বাকি থাকলেও ম্যাচে শেষ হাসি হাসে চেন্নাই-ই ৷
advertisement
Sher of the day!! 💛🦁#WhistlePodu #Yellove #CSKvKKR 💛 @imjadeja pic.twitter.com/aH7KHF2HBE
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 26, 2021
advertisement
কার্যত একার হাতে নাইটদের হারালেও জয়ের সব কৃতিত্ব একা নিতে রাজি নয় রবীন্দ্র জাদেজা। বরং দলের বাকি সতীর্থদের প্রশংসা করলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জাদেজা বলেন, “সাফল্য পাওয়াটা বেশ কঠিন ছিল। পাঁচদিনের ক্রিকেট খেলে ফেরার পর সাদা বলের ক্রিকেট। নিজের ব্যাটের সুইং নিয়ে কাজ করেছি। অনুশীলনে যেটা করেছি সেটাই ক্রিজে এসে করার চেষ্টা করেছি। ওই ওভার হয়তো ম্যাচ আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু রুতুরাজ এবং ডু’প্লেসি শুরুটা দারুণ করেছিল। ব্যাট হোক বা বল, দল হিসেবে আমাদের ভাল খেলতে হবে। নিজের শক্তির উপর জোর দেওয়ার চেষ্টা করছিলাম আমরা। ’’
Location :
First Published :
September 27, 2021 8:10 AM IST