CSK vs KKR | Ravindra Jadeja: একার হাতেই নাইটদের হারিয়েছেন, ম্যাচ শেষে কী বললেন রবীন্দ্র জাদেজা ?

Last Updated:

Ravindra Jadeja after match-winning knock against KKR: ধোনি আউট হওয়ার পর ম্যাচ জেতার প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছিল সিএসকে-র ৷ কিন্তু শেষ আশা জাদেজা তখনও ছিলেন ক্রিজে ৷ সিএসকে ফ্যানদের নিরাশ করেননি তিনি ৷ একার হাতেই ম্যাচ জেতালেন তিনি ৷

Photo Courtesy: IPL/Twitter
Photo Courtesy: IPL/Twitter
আবুধাবি: রবিবার আইপিএলে আরও একটা দুর্দান্ত ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা ৷ হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ৷ মুম্বইয়ের পর চেন্নাইকে হারানোরও এদিন দারুণ সুযোগ ছিল কেকেআরের (KKR) সামনে ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি, শুধুমাত্র একজনের জন্যই ৷ তিনি হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৷
ধোনি আউট হওয়ার পর ম্যাচ জেতার প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছিল সিএসকে-র ৷ কিন্তু শেষ আশা জাদেজা তখনও ছিলেন ক্রিজে ৷ সিএসকে ফ্যানদের নিরাশ করেননি তিনি ৷ একার হাতেই ম্যাচ জেতালেন তিনি ৷
advertisement
advertisement
শেষ ২ ওভারে ম্যাচ জেতার জন্য ২২ রান দরকার ছিল সিএসকে-র ৷ এরপরেই ব্যাট হাতে ‘ম্যাজিক’ শুরু হল জাদেজার ৷ অতীতে বহু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি ৷ এদিনও ঠিক সময়ে জ্বলে উঠলেন তিনি ৷ মাত্র চার বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি ৷ প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ চেন্নাইয়ে দিকে ঝুঁকি যায় ৷ নারিনের শেষ ওভারে তখনও বেশ কিছু ‘সাসপেন্স’ বাকি থাকলেও ম্যাচে শেষ হাসি হাসে চেন্নাই-ই ৷
advertisement
advertisement
কার্যত একার হাতে নাইটদের হারালেও জয়ের সব কৃতিত্ব একা নিতে রাজি নয় রবীন্দ্র জাদেজা। বরং দলের বাকি সতীর্থদের প্রশংসা করলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জাদেজা বলেন, “সাফল্য পাওয়াটা বেশ কঠিন ছিল। পাঁচদিনের ক্রিকেট খেলে ফেরার পর সাদা বলের ক্রিকেট। নিজের ব্যাটের সুইং নিয়ে কাজ করেছি। অনুশীলনে যেটা করেছি সেটাই ক্রিজে এসে করার চেষ্টা করেছি। ওই ওভার হয়তো ম্যাচ আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু রুতুরাজ এবং ডু’প্লেসি শুরুটা দারুণ করেছিল। ব্যাট হোক বা বল, দল হিসেবে আমাদের ভাল খেলতে হবে। নিজের শক্তির উপর জোর দেওয়ার চেষ্টা করছিলাম আমরা। ’’
view comments
বাংলা খবর/ খবর/IPL/
CSK vs KKR | Ravindra Jadeja: একার হাতেই নাইটদের হারিয়েছেন, ম্যাচ শেষে কী বললেন রবীন্দ্র জাদেজা ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement