IPL 2020: বিদেশের মাটিতেও টুর্নামেন্ট সুপারহিট, এবছর আইপিএল থেকে রেকর্ড আয় বিসিসিআইয়ের !

Last Updated:

সবার মনেই একটা প্রশ্ন জাগছে ৷ সেটা হল এই টুর্নামেন্ট থেকে এবছর বিসিসিআইয়ের আয় কত ?

#মুম্বই: করোনার কারণে একসময় আইপিএল আয়োজন করাই কঠিন হয়ে পড়েছিল ৷ দিন পিছোতে পিছোতে শেষপর্যন্ত সেপ্টেম্বরে শুরু হয় টুর্নামেন্ট ৷ আইপিএল দেশের বদলে বিদেশের মাটিতে আয়োজন করতে বাধ্য হয় বিসিসিআই ৷ আইপিএল এ বছর না হলে হাজার হাজার কোটি টাকা লোকসান হত বোর্ডের ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি ৷ সংযুক্ত আরব আমিরশাহীর তিনটি মাঠে সফলভাবেই আইপিএল আয়োজন সম্ভব হয়েছে ৷ খরচ যা হয়েছে ৷ তার চেয়ে বোর্ডের লাভ হয়েছে কয়েকগুণ বেশি ৷ ২০০৯ সালের পর ফের একবার গোটা আইপিএলই অনুষ্ঠিত হয়েছে ভারতের বাইরে ৷ মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলতে সফল ৷
এসবের মধ্যেই সবার মনেই একটা প্রশ্ন জাগছে ৷ সেটা হল এই টুর্নামেন্ট থেকে এবছর বিসিসিআইয়ের আয় কত ? উত্তরটা হল ৪০০০ কোটি টাকা ৷ হ্যাঁ, শুনেই যে কারোর চোখ কপালে উঠবে ৷ সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছেন, ‘‘ গতবছর থেকে এ বছর আইপিএলে ৩৫ শতাংশ খরচ কমাতে সফল বিসিসিআই ৷ অতিমারীর সময়েও ৪০০০ কোটি টাকা আইপিএল থেকে আয় করতে সফল বোর্ড ৷ টিভির দর্শকের সংখ্যাও এবছর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ (মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস) রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে দেখেছেন ৷ যারা ভেবেছিল আমরা আইপিএল আয়োজন করতে পারব না ৷ তারাও এসে আমাদের ধন্যবাদ জানিয়ে গিয়েছেন ৷ এবারের আইপিএল না হলে ক্রিকেটারদের একটা বছর নষ্ট হত ৷’’
advertisement
আইপিএল এ বছর আয়োজিত না হলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন আইপিএল এ বছর না হলে প্রচুর ক্ষতি হবে বিসিসিআইয়ের ৷ এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে চমকে দিয়েছে বোর্ড। আমিরশাহীর তিনটি মাঠে দারুণ সফল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্টের খরচ বাবদ ১০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআই ৷
advertisement
advertisement
টাকার অঙ্কটা শুনেই বোঝা সম্ভব, কেন আইপিএল আয়োজন করতে মুখিয়ে থাকে যে কোনও দেশই ৷ এ বছর ১৯ সেপ্টেম্বর শুরু হয় টুর্নামেন্ট। চলে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। তিনটে ভেন্যুতে আয়োজিত হয় ম্যাচ-আবু ধাবি, শারজা এবং দুবাই। ফাইনালে দিল্লিকে একপেশে লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দু’বার ট্রফি জেতে তারা। সবমিলিয়ে পাঁচবার।
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2020: বিদেশের মাটিতেও টুর্নামেন্ট সুপারহিট, এবছর আইপিএল থেকে রেকর্ড আয় বিসিসিআইয়ের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement