Fishing Cat Rescue: মাংস খাওয়ার লালসা! বস্তাবন্দি করে লুকিয়ে রাখা বাঘরোল, উলুবেড়িয়ায় ভয়ঙ্কর অমানবিক দৃশ্য
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Fishing Cat Rescue: বস্তা চাপা দিয়ে বাঘরোল পাকড়াও। মাংস খাওয়ার লোভে লুকিয়ে রাখা হয়েছিল রাজ্য প্রাণীকে। বাঘরোলের প্রাণ বাঁচাতে লড়াই পরিবেশকর্মীর। উলুবেড়িয়ার দামোদরপুরে ভয়ঙ্কর কাণ্ড।
advertisement
বহু মানুষ আতঙ্কে নিরীহ প্রাণী বাঘরোলকে বাঘ ভেবে ধাওয়া করছে। তাকে আক্রান্ত করছে। এমনকি মানুষের তাণ্ডবে রাজ্য প্রাণীর প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেছে জেলায়। যদিও এমন ঘটনা কমেছে পরিবেশকর্মী এবং বনকর্মীদের প্রচার অভিযান তৎপরতার জেরে। কিন্তু এদিন সম্পূর্ণ ভিন্ন ছবি উলুবেড়িয়ায়। আস্ত বাঘরোলকে মাংসের জন্য বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল বস্তাবন্দী করে।
advertisement
advertisement
advertisement
পরিবেশকর্মীদের কাছে খবর পৌঁছতে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে হাজির হন। ঘটনাস্থলে পৌঁছন পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। যদিও ঘটনাস্থলে পৌঁছনের আগেই তিনি বন দফতরে সম্পূর্ণ ঘটনাটি জানান। অভিযুক্ত ব্যক্তির মুখোমুখি হলে রীতিমতো ক্ষোভের মুখে পড়েন পরিবেশকর্মী। এরপর দীর্ঘক্ষণ স্থানীয় মানুষের সঙ্গে কথোপকথন এবং তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে প্রাণীটিকে উদ্ধার করতে সফল হন।
advertisement
এ প্রসঙ্গে পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা জানান, স্থানীয় সেখ ইমামুর আলি বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর বনদফতরের রেঞ্জর সাহেবকে বিষয়টি জানিয়ে দ্রুত গ্রামে উপস্থিত হয়ে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে বনদফতরের কর্মীদের সঙ্গে নিয়ে বাঘরোলটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্র নিয়ে যাওয়া হয়। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)









