Zombie Drug: কী করে সম্ভব! রাস্তায় জম্বির মতো এরা কারা? ভয়ঙ্কর এই ভিডিও এখন ভাইরাল
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Zombie Drug: সম্প্রতি মার্কিন মুলুকের চিন্তা বাড়িয়েছে এক প্রকার মাদক। এই মাদককে জম্বি ভাইরাসও বলা হচ্ছে
জম্বি! এই নামটার সঙ্গে কমবেশি আমরা অনেকেই পরিচিত। বেশিরভাগই আমরা পরিচিত সিনেমা কিংবা ওয়েব সিরিজের দৌলতে। জম্বির আদৌ অস্তিত্ব রয়েছে কিনা, সেটা বিতর্কের বিষয় কিন্তু সম্প্রতি মার্কিন মুলুকের চিন্তা বাড়িয়েছে এক প্রকার মাদক। এই মাদককে জম্বি ভাইরাসও বলা হচ্ছে।
এই মাদকের নাম Xylazine, যা “tranq”, “tranq dope” বা জম্বি ড্রাগ নামেও পরিচিত। মানুষের উপর এই ওষুধের প্রভাব এমন যে তাঁরা তাঁদের চেতনা হারিয়ে ফেলেন, তাঁরা অলস হয়ে যান এবং প্রচুর শ্বাস নিতে শুরু করেন। এটি ব্যবহার করার পরে, নিজেরাই পায়ে দাঁড়াতে অক্ষম হয়ে যান সকলে। এখন এই মাদক নিয়ে জন নিরাপত্তার বিষয়টিও গুরুতর হয়ে উঠেছে।
advertisement
Disturbing New Footage Surfaces of Philadelphia’s “Tranq” a new Zombie 🧟♀️ Drug 💊 epidemic, Pray for Philly 🙏🏾💔
pic.twitter.com/xTmGWExBVo— Raphousetv (RHTV) (@raphousetv2) May 28, 2023
advertisement
সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মানুষ ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। রাস্তাতেই শুয়ে পড়ছেন সকলে। এই মাদক সেবনের ফলে চর্মরোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, যদি চিকিত্সা না করা হয়, তবে এটি খুব মারাত্মক পরিণতি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এই ড্রাগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে।
advertisement
এই মাদকের সবচেয়ে বড় বিপদ হল যে কেউ যদি ওভারডোজ করেন, তবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা কম। এই মাদক এখন ফিলাডেলফিয়ায় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো এবং লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে। বিষয়টির উপর নজর রাখছে হোয়াইট হাউসও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 5:23 PM IST