ম্যাচের আগে বার্গার-পিৎজা খেয়ে কমেছে দলের ফিটনেস,টিমের হারে ক্ষোভ ভক্তদের
Last Updated:
#লন্ডন: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা চিরকালীন৷এই নিয়ে ৭ বার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারাল ভারত৷ সেখানে পাকিস্তান একবারও ভারতে হারাতে না পারার ক্ষোভ ভক্তদের মনে ছিলই৷ খেলা শেষ হতেই সেই ক্ষোভ উগড়ে দিলেন ফ্যানরা৷ ওল্ড ট্র্যাফর্ডের মাঠে ভারতের জয় ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়লেন অনেক পাক সমর্থক৷
মাঠ ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এক দর্শক বললেন যে ফিটনেস সমস্যায় ডুবল পাক দল৷ দলের কারোরই ফিটনেস বলে কিছু নেই, এমনই অভিযোগ করেন এই ভক্ত৷ তিনি বলেন যে খেলার আগের দিন বার্গার-পিৎজার মত ফাস্টফুড খান৷ মাঠে নামতে গেলে অনেক অধ্যাবসায় প্রয়োজন৷ ক্রিকেটারদের অনেক নিয়ম কানুন মেনে ডায়েট করেন নিজেদের ফিট রাখতে৷ তবে এই দল কোনভাবেই এসবের ধার ধারে না এমনই অভিযোগ ভক্তের৷
advertisement
তাই তো এমন অভিযোগ করে আফসোস করতে করতে হাউমাউ করে কেঁদেই ফেললেন ভক্ত৷ কোনওভাবে তার চোখের জলের বাধ মানতে পারল না৷
advertisement
দেখুন ভক্তের ক্ষোভ...
Location :
First Published :
June 17, 2019 1:40 PM IST