Python snake:পাইথনের এত বড় পেট! কাটতেই বেরোল হারানো স্ত্রীর দেহ
- Published by:tias banerjee
- news18 bangla
Last Updated:
ঘরে অসুস্থ সন্তান। ওষুধ আনতে গিয়ে পাইথনের পেটে গেলেন যুবতী। মর্মান্তিক ঘটনা ঘিরে শোরগোল। কী হল তার পর?
ইন্দোনেশিয়া: পাইথনের এত বড় পেট? কী খেয়েছে? দেখা মাত্রই গ্রামের অন্যান্য সদস্যকে খবর দেন যুবক। সবাই মিলে চড়াও হয়ে পাইথনের পেট কাটতেই বেরিয়ে আসে হারানো স্ত্রীর দেহ। শোকে পাথর হয়ে যান আদিয়ান্সা নামের সেই ইন্দোনেশিয়ো যুবক। এক দিন হল নিখোঁজ ছিলেন তাঁর স্ত্রী সিরিয়াতি। অসুস্থ সন্তানের জন্য মঙ্গলবার সকালে ওষুধ কিনতে বেরিয়েছিলেন ৩৬ বছরের সিরিয়াতি। তার পর আর ফেরেননি।
স্বামী এবং আত্মীয়স্বজন তাঁকে খুঁজেই চলেছিলেন। পুলিশে খবর দেওয়া হয়। শেষমেশ ৩২ ফুট লম্বা এক পাইথনের পেট কেটে উদ্ধার হল সিরিয়াতির লাশ। ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রান্তে সিতেবা গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নামে। সূত্রের খবর, বাড়ির কাছেই স্ত্রীর চপ্পল এবং ট্রাউজারস খুঁজে পেয়েছিলেন বছর ত্রিশের আদিয়ান্সা। স্থানীয় পুলিশ অফিসার ইদুলের কথায়, “এর কিছুক্ষণ পরেই আদিয়ান্সা সাপটাকে দেখতে পায়। বিশাল বড়! বিশাল পেট! সাপটা তখনও বেঁচে। ওটাই গিলে খেয়েছিল সিরিয়াতিকে।” তিনি আরও জানান, এ নিয়ে এলাকায় দ্বিতীয়বার পাইথন মারা হল একই মাসে।
advertisement
advertisement
পাইথনের আস্ত মানুষ গিলে নেওয়ার ঘটনা বিরল ছিল, তবে সম্প্রতি বছরখানেক ধরে এ ধরনের ঘটনা বাড়ছে। কী ধরনের সতর্কতা অবলম্বন করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে স্থানীয় বন দফতর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 7:02 PM IST

