হোম /খবর /বিদেশ /
সাক্ষাত্‍‌ মৃত্যুদূত! দরজায় বেল টেপার চেষ্টা করছে ৬ ফুটের কুমিরটি, ভিডিও ভাইরাল

সাক্ষাত্‍‌ মৃত্যুদূত! দরজায় বেল টেপার চেষ্টা করছে ৬ ফুটের কুমিরটি, ভিডিও ভাইরাল

এই সেই কুমির

এই সেই কুমির

এক মিনিটের ওই ভিডিও-টি হাড়হিম করে দেওয়ার মতো৷ কুমিরটি উচ্চতায় ৬ ফুট ৬ ইঞ্চির মতো৷ অ্যালফানো বাড়িতে তখন ছিলেন না৷ ফিরে এসে দূর থেকে দেখেন, বিশাল কিছু একটা কালো রঙের, তাঁর বাড়ির দরজায় দাঁড়ানোর চেষ্টা করছে৷

  • Last Updated :
  • Share this:

    #দক্ষিণ ক্যারোলিনা: থাকতেন নিউ জার্সিতে৷ সম্প্রতি সাউথ ক্যারোলিনায় সমুদ্র সৈকতের সামনেই বাড়ি নিয়েছেন ক্যারেন আলফানো৷ কিন্তু নতুন বাড়িতে যে অতিথি হিসেবে সাক্ষাত্‍‌ মৃত্যুদূত কলিং বেল বাজাবে, কে জানত! সেই মৃত্যদূতের ভিডিও-টিও তুলে রেখেছেন ক্যারেন৷ ঠিক তাই, একটি বিশাল কুমির তাঁর বাড়ির দরজার কলিং বেল বাজানোর আপ্রাণ চেষ্টা করছে৷ ইন্টারনেটে ভাইরাল ভিডিওটি দেখে অনেকে বলছেন, 'ভদ্র অ্যালিগেটর৷ বেল বাজিয়ে তবেই ঘরে ঢোকে৷'

    এক মিনিটের ওই ভিডিও-টি হাড়হিম করে দেওয়ার মতো৷ কুমিরটি উচ্চতায় ৬ ফুট ৬ ইঞ্চির মতো৷ অ্যালফানো বাড়িতে তখন ছিলেন না৷ ফিরে এসে দূর থেকে দেখেন, বিশাল কিছু একটা কালো রঙের, তাঁর বাড়ির দরজায় দাঁড়ানোর চেষ্টা করছে৷ কাছে যেতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়৷ দেখেন একটি বিশাল কুমির তাঁর বাড়ির মূল দরজায় লেজের উপর ভর করে দাঁড়িয়ে কলি বেল পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে৷

    সমুদ্র থেকে উঠে বেশ খানিক রাস্তা পেরিয়ে কুমিরটি পৌঁছয় অ্যালফানোর বাড়িতে৷ তার ধারাল নোখের আঁচড়ে অ্যালফানোর দরজায় কাঠ চিড় ধরেছে৷ ABC News-কে অ্যালফানো বলেছেন, 'এর চেয়ে আশ্চর্য জিনিস কেউ ফেস করেছে বলে মনে হয় না৷'

    দক্ষিণ ক্যারোলিনার প্রশাসন জানিয়েছে, ৫ ফুটের কম কুমির হলে, তাদের ফোন করার দরকার নেই৷ কারণ, ৬ ফুটের কম অ্যালিগেটর নাকি মানুষের বিপদের কারণ নয়৷

    ভিডিও: দেখুন কুমরিটি কী ভাবে বেল টেপার চেষ্টা করছে

    First published:

    Tags: Alligator, Door Bell, South carolina