সাক্ষাত্‍‌ মৃত্যুদূত! দরজায় বেল টেপার চেষ্টা করছে ৬ ফুটের কুমিরটি, ভিডিও ভাইরাল

Last Updated:

এক মিনিটের ওই ভিডিও-টি হাড়হিম করে দেওয়ার মতো৷ কুমিরটি উচ্চতায় ৬ ফুট ৬ ইঞ্চির মতো৷ অ্যালফানো বাড়িতে তখন ছিলেন না৷ ফিরে এসে দূর থেকে দেখেন, বিশাল কিছু একটা কালো রঙের, তাঁর বাড়ির দরজায় দাঁড়ানোর চেষ্টা করছে৷

#দক্ষিণ ক্যারোলিনা: থাকতেন নিউ জার্সিতে৷ সম্প্রতি সাউথ ক্যারোলিনায় সমুদ্র সৈকতের সামনেই বাড়ি নিয়েছেন ক্যারেন আলফানো৷ কিন্তু নতুন বাড়িতে যে অতিথি হিসেবে সাক্ষাত্‍‌ মৃত্যুদূত কলিং বেল বাজাবে, কে জানত! সেই মৃত্যদূতের ভিডিও-টিও তুলে রেখেছেন ক্যারেন৷ ঠিক তাই, একটি বিশাল কুমির তাঁর বাড়ির দরজার কলিং বেল বাজানোর আপ্রাণ চেষ্টা করছে৷ ইন্টারনেটে ভাইরাল ভিডিওটি দেখে অনেকে বলছেন, 'ভদ্র অ্যালিগেটর৷ বেল বাজিয়ে তবেই ঘরে ঢোকে৷'
এক মিনিটের ওই ভিডিও-টি হাড়হিম করে দেওয়ার মতো৷ কুমিরটি উচ্চতায় ৬ ফুট ৬ ইঞ্চির মতো৷ অ্যালফানো বাড়িতে তখন ছিলেন না৷ ফিরে এসে দূর থেকে দেখেন, বিশাল কিছু একটা কালো রঙের, তাঁর বাড়ির দরজায় দাঁড়ানোর চেষ্টা করছে৷ কাছে যেতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়৷ দেখেন একটি বিশাল কুমির তাঁর বাড়ির মূল দরজায় লেজের উপর ভর করে দাঁড়িয়ে কলি বেল পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে৷
advertisement
সমুদ্র থেকে উঠে বেশ খানিক রাস্তা পেরিয়ে কুমিরটি পৌঁছয় অ্যালফানোর বাড়িতে৷ তার ধারাল নোখের আঁচড়ে অ্যালফানোর দরজায় কাঠ চিড় ধরেছে৷ ABC News-কে অ্যালফানো বলেছেন, 'এর চেয়ে আশ্চর্য জিনিস কেউ ফেস করেছে বলে মনে হয় না৷'
advertisement
দক্ষিণ ক্যারোলিনার প্রশাসন জানিয়েছে, ৫ ফুটের কম কুমির হলে, তাদের ফোন করার দরকার নেই৷ কারণ, ৬ ফুটের কম অ্যালিগেটর নাকি মানুষের বিপদের কারণ নয়৷
advertisement
ভিডিও: দেখুন কুমরিটি কী ভাবে বেল টেপার চেষ্টা করছে
বাংলা খবর/ খবর/বিদেশ/
সাক্ষাত্‍‌ মৃত্যুদূত! দরজায় বেল টেপার চেষ্টা করছে ৬ ফুটের কুমিরটি, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement