বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় প্রত্যেকেই দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত৷ নিজের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে লাইক, কমেন্টস ও শেয়ারের সংখ্যা কত হল তা খেয়াল রাখেন সকলেই। লক্ষ্য যেন একটাই- ভাইরাল হওয়া৷
সম্প্রতি সেইরকমই একটি ঘটনা ঘটালেন সফি মৌউরে (Sofi Maure)। কিছুদিন আগেই বিয়ের সাজে সেজে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন ওই যুবতী। পোস্টে উল্লেখ করেছিলেন নিজেই নিজেকে বিয়ে করছেন তিনি। সাদা পোশাক পরে, কেক কেটে দিনটি উদযাপনও করেন। কিন্তু, তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের সঙ্গে নিজের বিবাহ বিচ্ছেদের আবেদনও করেছেন তিনি।
hoy en momentos esquizo de mi vida me compre un vestido de novia y me cocine una torta de casamiento para casarme conmigo misma pic.twitter.com/yQvYUUKsM4
— Sofi 𒉭 (@sofimaure07) February 19, 2023
সম্প্রতি এমনই আরও একটি ঘটনা সামনে এসেছিল৷ মেধাবী ছাত্রী লুলু জেমাইমা। বাড়ি উগান্ডায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। ৩২ বছরের এই যুবতী এমন এক কাণ্ড করেন, যার ফলে সবার মুখ হা!
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
নিজেই নিজেকে বিয়ে করেছেন লুলু। তাও আবার গির্জায় গিয়ে, সমস্ত রীতিনীতি মেনে।কিন্তু হঠাৎ কেন এমনটা করলেন? সমস্ত কৌতূহলের অবসান ঘটিয়েছেন লুলু নিজেই! জানালেন, '' বাবা, মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল। আমার যখন ১৬ বছর বয়স, তখন আমার বাবা একটি কাগজে লিখে দেন বিয়ের আসরে আমার কী বলা উচিৎ। তারপরে থেকে আমার প্রতিবারের জন্মদিনে আমাকে একই কথা জিজ্ঞাসা করা হয়, আমি কবে বিয়ে করব? এদিকে আমি এখনও পড়াশুনো করতে চাই। বিয়ে করার কোনও ইচ্ছে আমার নেই। কিন্তু বাবা, মা শুনতেই চান না! তাই নিজেই নিজেকে বিয়ে করে নিলাম!''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral