ট্রাম্পের মেয়েকে ছাপিয়ে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুয়ি
Last Updated:
#নিউ ইয়র্ক: শোনা যাচ্ছিল বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড-ট্রাম্প কন্যা ইভাঙ্কা ৷ কিন্তু সেই দৌড়ে নাকি এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুয়ি ৷ তাঁকেই বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট করতে আগ্রহী হোয়াইট হাউস ৷ মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্যই পাওয়া যাচ্ছে ৷ ওই পদটির জন্য ইন্দ্রা নুয়ির নামটি ভাসিয়ে দেন খোদ ইভাঙ্কা ট্রাম্পই ৷
৬৩ বছরের ইন্দা নুয়ি ছিলেন পানীয় সংস্থা পেপসী কো-র সিইও৷ ১২ বছর ধরে ওই পানীয় সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার পর গত অগস্ট মাসে ওই সংস্থা থেকে সরে দাঁড়ান ৷ তবে তাঁকে নিয়ে ট্রাম্প প্রশাসনের বিশ্ব ব্যাংকের প্রধান পদে আনার ব্যাপারে জল্পনা শুরু হলেও শেষ মেশ ইন্দ্রা নুয়ি তা গ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ৷ তবে এই সম্মানজনক পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রার নাম বিবেচনা করা হলেও এটা মনে রাখতে হবে এই মনোনয়ন প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। অনেক সময় দেখা যায়, প্রথমে যাঁরা বিবেচনাধীন ছিলেন, তাঁরা শেষ পর্যন্ত টিকতে পারেন না। আবার অনেকে নিজে থেকেও সরে দাঁড়ান। তা ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাবছেন, সেটাই মূল কথা।
advertisement
তবে ইভাঙ্কা যে ইন্দ্রাকে বিশেষ পছন্দ করেন, সেটা তাঁর করা একটি ট্যুইট থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে ৷ যেখানে ইভাঙ্কা ইন্দ্রাকে নিজের মেন্টর ও অনুপ্রেরণা বলে জানিয়েছেন ৷ বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইং কিম এই মাসের প্রথম দিকেই ঘোষণা করেছিলেন তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন ফেব্রুয়ারি মাসে এবং একটি বেসরকারি লগ্নি সংস্থায় তাঁর যোগ দেওয়ার কথা ৷ তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর এভাবে তাঁর সরে যাওয়াটা অপ্রত্যাশিত ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2019 3:11 PM IST