Viral Video: আকাশে উড়ল বিশাল বিমান, টুক করে খসে পড়ল চাকা! ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সাম্প্রতিক সময়ে বোয়িংয়ের বিমানগুলিতে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা মাঝ আকাশে যাত্রী নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে৷
সান ফ্রান্সিসকো: রানওয়ে থেকে আকাশে উড়ে গেল যাত্রী বোঝাই বিশাল বিমান৷ আর তখনই টুক করে খসে পড়ল সেটির একটি চাকা৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়৷
ঘটনাটি ঘটেছে, সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে৷ জানা গিয়েছে, একটি বোয়িং ৭৭৭ বিমানের চাকা টেক অফের সময় খুলে পড়ে যায়৷ ঘটনাটি নজরে আসার পরই বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ৷
advertisement
বিমানের চাকাটি খুলে পার্কিং লটে রাখা একটি গাড়ির উপরে পড়ে৷ ঘটনায় আরও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটি সান ফ্রান্সিসকো থেকে ওসাকার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে৷
advertisement
✈️United flight UA35 diverted to Los Angeles today after losing a wheel on takeoff 🚨 Via @FlightEmergency
View #UA35‘s data at
https://t.co/F63EfWkMAN pic.twitter.com/0bSSQE6UKu— RadarBox (@RadarBoxCom) March 7, 2024
সাম্প্রতিক সময়ে বোয়িংয়ের বিমানগুলিতে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা মাঝ আকাশে যাত্রী নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে৷ গত জানুয়ারি মাসে ওরেগনের পোর্টল্যান্ডে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের দরজা খুলে পড়ে৷
advertisement
এই ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯-এর সব বিমানকে ১৯ দিনের জন্য বসিয়ে দেওয়া হয়৷ গত সপ্তাহেই আমেরিকান বিমান নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিমানের মান নিয়ে যাবতীয় সমস্যা মেটানোর জন্য বোয়িংকে ৯০ দিন সময় দিয়েছে৷ তবে ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, বোয়িংয়ের যে মডেলটির বিমানে এই ঘটনা ঘটেছে তাতে একটি চাকা খুলে গেলেও বিমান অবতরণের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না৷ চাকা খুলে যাওয়ার ঘটনা নজরে আসতেই বিমানটিকে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 6:44 PM IST