Viral Video: হায় রাজতন্ত্র! প্যারেডের চূড়ান্ত মহড়ার সময় প্রবল গরমে অজ্ঞান একের পর এক সৈন্য, তারপরেও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে একের পর সেনা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
লন্ডন: বাংলায় বসে ভাবছেন যে আপনি গরমে জ্বলছেন! তাহলে জেনে নিন কলকাতাই নয় লন্ডনেও এখন ত্রাহি ত্রাহি গরম৷ আর এই গরমের চরম ফলের ভিডিও ভাইরাল৷ প্রিন্স উইলিয়ামের সামনে বার্ষিক ট্রুপিং দ্য কালার প্যারেডের চূড়ান্ত মহড়ার সময় শনিবার তিনজন সৈন্য অজ্ঞান হয়ে পড়ে।
ব্রিটিশ সেনারা ৩০ ডিগ্রি সেলসিয়াস লন্ডনের উত্তাপেও তাদের নির্ধারিত ইউনিফর্মে কুচকাওয়াজ করছিলেন৷ উলের ইউনিফর্ম এবং ভালুকের চামড়ার ক্যাপ পরেছিলেন৷ শনিবার লন্ডনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ছিল৷
আরও দেখুন
advertisement
ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে একের পর সেনা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
💂 At least three British royal guards collapsed during a parade rehearsal in London ahead of King Charles’ official birthday as temperatures exceeded 88 degrees Fahrenheit pic.twitter.com/V0fLjROoD5
— Reuters (@Reuters) June 10, 2023
advertisement
ফক্স নিউজের খবর অনুযায়ি, প্রিন্স উইলিয়াম এক ট্যুইটে লিখেছেন, ‘আজ সকালে কর্নেলে অংশগ্রহণ করা প্রত্যেক সৈনিককে অনেক ধন্যবাদ। আপনারা কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা সবাই সত্যিই ভাল কাজ করেছেন। আপনাকে ধন্যবাদ।” একটি ফলো-আপ টুইটে, তিনি লিখেছেন, “এই ধরনের একটি ইভেন্ট আয়োজনের জন্য যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি চলে তা জড়িত সকলের জন্য কৃতিত্ব, বিশেষ করে আজকের পরিস্থিতিতে।”
advertisement
দিকেদিকে এক একজন সৈনিক যিনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন, ভিডিওতে দেখা যায় অজ্ঞান হওয়ার পরেও এক সৈনিক উঠে ফের তিনি মহড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এমন ছিল না যে সে সেটি করতে পারছে৷ কিছুক্ষণ পরেই আরও কিছু সৈন্য অজ্ঞান হয়ে গেলে চিকিৎসার জন্য ছুটে তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা৷ এটি ছিল ট্রুপিং দ্য কালারের একটি মহড়া, একটি বার্ষিক সামরিক কুচকাওয়াজ যা প্রতি বছর জুন মাসে মহারাজা চার্লস তৃতীয়ের আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের জন্য অনুষ্ঠিত হয়।
advertisement
বিবিসি নিউজ জানিয়েছে যে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা দক্ষিণ ইংল্যান্ডের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। ইভেন্টটি ছিল ট্রুপিং দ্য কালারের একটি মহড়া৷ রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষ্যে প্রতি জুনে অনুষ্ঠিত একটি বার্ষিক সামরিক কুচকাওয়াজ। রাজা তৃতীয় চার্লস ১৭ জুন অনুষ্ঠানটি দেখবেন। রাজা চার্লস তৃতীয় ৪৮ বছর ওয়েলশ গার্ডের কর্নেল ছিলেন এবং ২০২২ সালের ডিসেম্বরে তাঁর ছেলের কাছে সেই দায়িত্ব হস্তান্তর করার আগে ৬৫ বছর ধরে প্রিন্স অফ ওয়েলসের সম্মান পেয়েছিলেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 3:13 PM IST