১০ হাজার বছর পর জাগল ইথিওপিয়ার আগ্নেয়গিরি! আকাশ ভরছে উড়ন্ত ছাইযে, বহু বিমান বাতিল করল ভারত

Last Updated:

হঠাৎ জেগে উঠল ইথিওপিয়ার দীর্ঘ নিদ্রিত আগ্নেয়গিরি। আফার অঞ্চলের হাইলি গুবি আগ্নেয়গিরি থেকে প্রায় ১০ হাজার বছর পর অগ্ন্যুৎপাত হয়েছে। আর এর জেরে বড় প্রভাব পড়তে পারে ভারতেও! দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বাতাস দূষিত হওয়ার সম্ভাবনা প্রবল।

বাতাসে মিশছে বিষ! আগ্নেয়গিরির জেগে ওঠায় বাড়ছে আশঙ্কা
বাতাসে মিশছে বিষ! আগ্নেয়গিরির জেগে ওঠায় বাড়ছে আশঙ্কা
আদ্দিস আবাবা: ১০ হাজারের বছরের পর আবার ঘুম ভাঙল ২০২৫ সালে! হঠাৎ জেগে উঠল ইথিওপিয়ার দীর্ঘ নিদ্রিত আগ্নেয়গিরি। আফার অঞ্চলের হাইলি গুবি আগ্নেয়গিরি থেকে প্রায় ১০ হাজার বছর পর অগ্ন্যুৎপাত হয়েছে। আর এর জেরে বড় প্রভাব পড়তে পারে ভারতেও! দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বাতাস দূষিত হওয়ার সম্ভাবনা প্রবল।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ২৩ নভেম্বর ভোরে প্রথম বিস্ফোরণ ধরা পড়ে। এই বিস্ফোরণের জেরে প্রায় ১৫ কিলোমিটার উচ্চতায় ছাই ও সালফার-ডাই-অক্সাইডের ঘন স্তর উঠে গেছে আকাশে।
তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টারের পর্যবেক্ষণ বলছে, বাতাসের গতিপথে ভেসে ছাইয়ের মেঘ লোহিত সাগর (Red Sea) পেরিয়ে ইয়েমেন (Yemen) ও ওমানের (Oman) দিকে সরে গেছে। একাধিক দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা সতর্কতা জারি করেছে। আকাশপথের নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখনও এলাকায় কোনও ভূকম্পনের (Earthquake) আভাস নেই। ফলে পরিস্থিতি বোঝার একমাত্র ভরসা মহাকাশভিত্তিক পর্যবেক্ষণ।
advertisement
advertisement
এই অগ্ন্যুৎপাতের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে ভারতীয় আকাশপথেও (Indian Air)। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১০–১৫ কিলোমিটার উচ্চতায় ভেসে থাকা ছাই সোমবার রাতেই গুজরাটে ঢুকেছে। এরপর তা রাজস্থান, দিল্লি-এনসিআর ও পাঞ্জাবের দিকে এগোতে পারে। বিমান চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১০ হাজার বছর পর জাগল ইথিওপিয়ার আগ্নেয়গিরি! আকাশ ভরছে উড়ন্ত ছাইযে, বহু বিমান বাতিল করল ভারত
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement