Russia Ukraine Tension: ইউক্রেনে যুদ্ধ চায় না রাশিয়া, বড় দাবি পুতিনের! আমেরিকার সঙ্গে আলোচনার বার্তা

Last Updated:

মঙ্গলবারই রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেন সীমান্তে মোতায়েন করা তাদের বাহিনীর একটা অংশকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে (Russia Ukraine Crisis)৷

এও জানানো হয়েছে, ভারতীয় শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটের আপডেটের জন্য সংশ্লিষ্ট কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেকোনো আপডেটের জন্য  ফেসবুক, ওয়েবসাইট এবং টুইটারে চোখ রাখতে বলা হচ্ছে।
এও জানানো হয়েছে, ভারতীয় শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটের আপডেটের জন্য সংশ্লিষ্ট কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেকোনো আপডেটের জন্য ফেসবুক, ওয়েবসাইট এবং টুইটারে চোখ রাখতে বলা হচ্ছে।
#মস্কো: গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করেছে রাশিয়া (Russia Ukraine Tension)৷ রাশিয়ার সেনা যে কোনও সময় ইউক্রেনে অভ্যুত্থান চালাতে পারে বলেও আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে৷ রাশিয়ার (Russia) মনোভাব নিয়ে আমেরিকা সহ বিশ্বের একাধিক বড় শক্তি উদ্বেগও প্রকাশ করেছে৷
এ দিন সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া প্রতিক্রিয়ায় পুতিন (Vladimir Putin on Ukraine Crisis) বলেন, 'প্রশ্ন হল আমরা যুদ্ধ চাই না চাই না? অবশ্যই চাই না সেই কারণেই আমরা মধ্যস্থতার প্রস্তাব সামনে নিয়ে এসেছি৷' মস্কোয় জার্মান চান্সেলর ওলার স্কোলজের সঙ্গে বৈঠকের পর এ দিন সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন পুতিন৷
advertisement
advertisement
জার্মান চান্সেলরও স্বীকার করে নেন, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি এড়ানো সম্ভব৷ এ বিষয়ে রাশিয়ার সঙ্গে জার্মানি সহমত পোষণ করে৷
পুতিন এ দিন স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া যুদ্ধের বিপক্ষে৷ কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মার্কিন এবং ন্যাটো বাহিনী যে অবস্থান নিয়েছে, তা যে রাশিয়া মেনে নেবে না, পরোক্ষে তাও বুঝিয়ে দিয়েছেন পুতিন৷
advertisement
মঙ্গলবারই রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেন সীমান্তে মোতায়েন করা তাদের বাহিনীর একটা অংশকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে৷ গত এক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল রাশিয়ার সেনা৷ প্রায় এক লক্ষ তিরিশ হাজার সেনা দিয়ে ইউক্রেনকে ঘিরে ফেলেছিল রাশিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine Tension: ইউক্রেনে যুদ্ধ চায় না রাশিয়া, বড় দাবি পুতিনের! আমেরিকার সঙ্গে আলোচনার বার্তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement