ম্যানিলা : প্লাস্টিকের মূর্তি ভেবে জড়িয়ে ধরে শেষে কুমিরের আক্রমণে রক্তাক্ত এক পর্যটক! এই ঘটনা ফিলিপিন্সের (Philippines) কাগায়ান দ্য ওরো শহরের ‘আমায়া ভিউ অ্যামিউজমেন্ট’ পার্কের৷ আহত পর্যটকের নাম নেহেমায়াস চিপাডা৷ ‘দ্য মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ষাটোর্ধ্ব ওই পর্যটক অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন গত ১০ নভেম্বর৷ জলে আধডোবা সরীসৃপের আক্রমণে তাঁর রক্তাক্ত হওয়ার ভিডিও ভাইরাল এখন সামাজিক মাধ্যমে (Viral Video of Crocodile Attack)৷
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অ্যামিউজমেন্ট পার্কের জলাশয়ে নেমে কুমিরকে জড়িয়ে ধরে ছবি তুলছেন ওই ব্যক্তি৷ এক হাতে ধরে রয়েছেন মোবাইল ফোন৷ তিনি সেলফি তুলতে চাইছিলেন৷ ভেবেছিলেন জলের মধ্যে ওটা আসলে কুমিরের প্লাস্টিক মূর্তি!
আরও পড়ুন : কঙ্কালসার সিংহকে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা, করাচি পশুশালা কর্তৃপক্ষের দাবি খাদ্যাভাব নেই
এর পরই পর্যটক চিপারার বাঁ হাত কামড়ে ধরে ১২ ফুট দৈর্ঘ্যের কুমিরটি৷ তার পর তাঁকে ধরে ক্রমশ গভীর জলে টেনে নিয়ে যায়৷ আতঙ্কে চিৎকার করে ওঠেন উপস্থিত থাকা চিপারার আত্মীয় পরিজন এবং অন্যান্য দর্শকরা৷ পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করেছেন ওখানে উপস্থিত রোগেলিও পামিসা অ্যান্টিগা৷ তার পর তিনি সেটি শেয়ার করেন সামাজিক মাধ্যমে৷
আরও পড়ুন : ট্রেনের আসনে কুকুরের বর্জ্য রেখে চম্পট ব্যক্তির! কারণ জেনে নেটিজেনদের চক্ষু চড়কগাছ!
কুমিরের হাত থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হন চিপারা৷ তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়৷ পরে বাঁ হাতে অস্ত্রোপচারও করতে হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন তিনি ক্রমশ সেরে উঠছেন৷
আরও পড়ুন : তাজমহলের আদলে বাড়ি তৈরি করে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের বাসিন্দার
আক্রান্ত চিপাডার পরিবার এই ঘটনায় দায়ী করেছে বিনোদন পার্ক কর্তৃপক্ষকে৷ তাঁদের মতে, জলাশয়ের পাশে সাবধানবাণী জানিয়ে বোর্ড দেওয়া প্রয়োজন ছিল৷ তাঁদের আক্ষেপ, যদি ওখানে সাবধান করে কোনও বোর্ড দেওয়া থাকত, তাহলে এই ঘটনা ঘটত না৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিনোদন পার্ক কর্তৃপক্ষ৷ আহত ব্যক্তিকে চিকিৎসাবাবদ অর্থসাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা৷ কিন্তু তাঁদের দাবি, পার্কের ওই অংশটি রেস্ট্রিক্টেড৷ সেই চিহ্নের পাশাপাশি পার্কের গাইডদের তরফে ক্রমাগত নিষেধাজ্ঞা ছিল বলেও তাঁদের দাবি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crocodile attack