আস্ত এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! শেষমেষ কী হল, দেখুন ভিডিও

Last Updated:

স্থানীয় একটি নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, ঘটনাটি গত ৭ অগাস্টের৷ তবে কয়েকদিন আগে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷

#ব্রাজিল: এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! এমনই ভয়ানক দৃশ্যের সাক্ষী থাকলেন ব্রাজিলের মানৌসের পন্টে নেগরা বলে একটি এলাকার বাসিন্দারা৷ সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ যা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়!
ভিডিও-টিতে দেখা যাচ্ছে, একটি এলিগেটরকে সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরেছে অ্যানাকোন্ডা৷ ধীরে ধীরে সেটিকে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে৷ কিন্তু এই কাণ্ড চোখে পড়তেই এলিগেটরটিকে বাঁচাতে উদ্যোগী হন স্থানীয় বাসিন্দারা৷ অ্যানাকোন্ডাটির কবল থেকে এলিগেটরটিকে ছাড়ানোর চেষ্টা করেন তাঁরা৷ দড়ি দিয়ে সাপটিকে টেনে তার রাশ আলগা করার চেষ্টা শুরু হয়৷
advertisement
advertisement
স্থানীয় একটি নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, ঘটনাটি গত ৭ অগাস্টের৷ তবে কয়েকদিন আগে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ জানা গিয়েছে, কোনওভাবে কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল প্রাণী দু'টি৷ স্থানীয় একটি আবাসন চত্বরে ঢুকে পড়ে তারা৷ সেখানেই এলিগেটরটিকে বাগে পেয়ে যায় অ্যানাকোন্ডাটি৷
দড়ি দিয়ে টেনে প্রাণী দু'টিকে আলাদা করার চেষ্টা চালাতে থাকেন আবাসনের বাসিন্দারা৷ এক সময় এলিগেটরটিকে ছেড়ে দেয় অ্যানাকোন্ডা৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সাপটি অন্তত ৬ ফুট দীর্ঘ ছিল৷ সাপটিকে ধরে ছবি তোলেন স্থানীয়রা৷ দু'টি প্রাণীই অবশ্য জঙ্গলে ফিরে যায়৷
advertisement
তবে যেভাবে অ্যানাকোন্ডাটির শিকারে স্থানীয়রা বাধা দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তা অনেকেই মেনে নিতে পারেননি৷ কারণ তাঁরা মনে করছেন প্রকৃতির নিয়ম মেনেই নিজের শিকার খুঁজে নিয়েছিল সাপটি, তাই তাকে বাধা দেওয়া একেবারেই উচিত হয়নি৷ তবে যেভাবে সাপটি বড়সড় এলিগেটরটিকে শ্বাসরোধ করে গিলে খাওয়ার চেষ্টা করছিল, তা দেখে অনেকেই শিউরে উঠেছেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আস্ত এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! শেষমেষ কী হল, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement