Viral Video | Kala Chasma: 'কালা চশমা' গানে তুমুল নাচ স্কুল ছাত্রীদের! কয়েক মিলিয়ন ভিউ! তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral video: দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে ভাইরাল স্কুল ছাত্রীদের নাচের ভিডিও। হাজার হাজার মানুষ হামলে পড়ে দেখছেন! জাপানে জনপ্রিয় ক্যাটরিনা-সিদ্ধার্থ!
#জাপান: ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রার সিনেমা 'বার বার দেখো'। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এই ছবির একটি গান 'কালা চশমা' সে সময় খুব জনপ্রিয় হয়। তবে বেশ কয়েক বছর পর ফের ২০২২ সালে এই 'কালা চশমা' গানটি তুমুল ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম ও ফেসবুকে এই গানে রিল বানাচ্ছেন বহু মানুষ। ভারতীয় ক্রিকেটারদেরও এই গানে নাচতে দেখা গিয়েছিল। গোটা বিশ্বের মানুষ এই গানে নেচে নিজেদের রিল করছেন।
এবার এই গানের জনপ্রিয়তার ছবি দেখা গেল জাপানে। সেখানকার কয়েকজন স্কুল ছাত্রী 'কালা চশমা' গানে তুমুল নাচ করল। সকলেই নীল রঙের টিউনিক পরে আছে। সব থেকে মজার বিষয় হল, সকলের হেয়ার স্টাইল এক রকমের। তারা স্কুলের মাঠে এই গান চালিয়ে তুমুল নাচ করল। নাচের স্টাইল দেখে মুগ্ধ নেটিজেনরা। জাপানের স্কুলেও বাচ্চাদের কাছে পৌছে গিয়েছেন ক্যাটরিনা-সিদ্ধার্থ।
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মাধ্যমে এই নাচ শেয়ার হতেই ভাইরাল হয়। ইতিমধ্যে ২৪ লাখ ভিউ হয়েছে এই নাচের। ৩ মিলিয়ন মানুষ লাইক দিয়েছেন এই ভিডিওতে। নেটিজেনরা প্রশংসায় মেতেছেন জাপানি স্কুল ছাত্রীদের। কেউ লিখেছেন, এই গানের সঙ্গে এত সুন্দর নাচ আগে দেখা যায়নি। আবার কেউ লিখেছেন, এটা এই বছরের সেরা রিল ভিডিও। কেউ আবার প্রশংসা করেছেন ওই ছাত্রীদের এনার্জির। কেউ প্রশংসা করেছেন তাদের চুলের স্টাইলের। আবার কেউ বলছেন, "ভারতের গান দেশের সীমা ছাড়িয়ে জায়গা করেছে মানুষের মনে।" সত্যিই কিন্তু তাই। গোটা বিশ্বের মানুষ নাচছেন এই গানে। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের থেকেও বেশি ভাইরাল হয়েছে এই 'কালা চশমা'! তাও এত বছর পর!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 7:50 PM IST