Viral: প্রথমে চুম্বনে বেনজির কাণ্ড! যুবতীর জিভ কামড়ে রক্তারক্তি কাণ্ড ঘটাল বয়ফ্রেন্ড

Last Updated:

Viral Story: ওই মডেল তাঁর ইনস্টাগ্রাম পেজে পুরো ঘটনাটি শেয়ার করেছেন।

Seda Ersoy Ceyda Ersoy । (Photo-Instagram-ceydaersoyy)
Seda Ersoy Ceyda Ersoy । (Photo-Instagram-ceydaersoyy)
আঙ্কারা: প্রথম চুম্বন সবসময় স্পেশাল। অনেকেই এমন রয়েছেন, যাঁরা জীবনে প্রথম প্রেম এবং প্রথম চুম্বন ভুলতে পারেন না। কিন্তু সম্প্রতি এক মডেল সোশ্যাল মাধ্যমে তিনি তাঁর প্রথম ডেটের কাহিনি শেয়ার করেছেন। যা শুনে হতবাক অনেকেই।
ডেটে সঙ্গীর সঙ্গে চুম্বনরত অবস্থায় রক্তারক্তি কাণ্ড ঘটে। ওই মহিলার সঙ্গী তাঁর জিভ কামড়ে ক্ষতবিক্ষত করে দেন। পরিস্থিতি এমন হয়েছে যে ওই মহিলাকে আপাতত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমনকী তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে। ওই মডেল তাঁর ইনস্টাগ্রাম পেজে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে।
৩৪ বছর বয়সী তুর্কি মডেলের নাম Seda Ersoy Ceyda Ersoy। হাসপাতাল থেকে শুয়েই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম ডেটে গিয়েছিলেন। চুম্বনের সময়ে দুজনেই উত্তেজিত হয়ে যান। কিন্তু তাঁর সঙ্গী সেই সময়ে আচমকা জিভে কামড় বসিয়ে দেন। জিভ দিয়ে রক্ত পড়ে থাকে।
advertisement
advertisement
মহিলার দাবি, "আমাকে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এমনকী শেষে অস্ত্রোপচার করতে হয়েছিল। এটা কোনও মজা নয়।" দ্য সান-এর প্রতিবেদন অনুসারে, সেডা এরসোই তাঁর ফ্যানদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, "বন্ধুরা, আমি এখন ভাল আছি, আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।" ডাক্তাররা ওই মহিলার জিভ সেলাই করে দিয়েছেন। কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ওই মডেলের ৬,২০, ০০০ ফলোয়ার রয়েছে। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। নেটিজেনরাও বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।
কেউ কেউ বিষয়টি নিয়ে মজার সুরে বলেছেন, "আপনি কি কোনও পশুকে চুম্বন করে গেছিলেন যে এমন হাল হয়েছে?" তবে সমলোচকদের পাল্টা জবাব দিয়ে, ওই তরুণী জানিয়েছেন যে, "এটা কোনও মজার বিষয় নয়।"
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: প্রথমে চুম্বনে বেনজির কাণ্ড! যুবতীর জিভ কামড়ে রক্তারক্তি কাণ্ড ঘটাল বয়ফ্রেন্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement