Viral: দাউদাউ করে জ্বলছে আগুন, তারমধ্যে দিয়ে ছুটছে ট্রেন, ভিডিও দেখে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দাউদাউ করে জ্বলছে আগুন, তারমধ্যে দিয়েই ছুটে চলেছে ট্রেন! ভিডিও দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না! কিন্তু কোনও ফোটোশপের কাজ নয়, সত্যিই আগুনের মধ্যে দিয়ে ছুটছে ট্রেন।
#শিকাগো: সত্য সেলুকাস, কী বিচিত্রি এই 'বিশ্ব'! পৃথিবীর প্রান্তে প্রান্তে কত অদ্ভুত কিছুই না হচ্ছে, দেখবেন আর হতবাক হবেন! এখন ডিজিটাল-এর যুগ! সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু আজব-অদ্ভুত জিনিস সম্পর্কে আমরা নিমেষেই জানতে পারি! তবে, অনেক সময় ইন্টারনেটে বহু ভুয়ো বা ফেক কনটেন্ট ঘোরাফেরা করে! কিন্তু এই মুহূর্তে নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা এক্কেবারেই ফেক নয়! একদম সত্যি! ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে আগুন, তারমধ্যে দিয়েই ছুটে চলেছে ট্রেন! ভিডিও দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না! কিন্তু কোনও ফোটোশপের কাজ নয়, সত্যিই আগুনের মধ্যে দিয়ে ছুটছে ট্রেন।
কিন্তু কেন আগুনের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেন? তবেই শুনুন! এই জ্বলন্ত রেললাইন আমেরিকার শিকাগোর। সেখানে প্রতিবছর খুব ঠান্ডা পড়ে। রেললাইন স্টিলের তৈরি যা ঠান্ডায় সঙ্কুচিত হয়ে যায়। সেই পরিস্থিতিতে ট্রেনের চলাচলে সমস্যা হয়। এই সমস্যার সমাধান করতেই ট্র্যাকের পাশে ইনস্টল করা হয় গ্যাস ফিড হিটার। সেই হিটার থেকে বের হয় আগুন। যেখানে যেখানে রেল-লাইন সঙ্কুচিত হয়েছে, সেখানে আগুনের গরমের কারণে ফের রেললাইন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
There's nothing like checking the @railstream camera at A2 and seeing Metra running seamlessly through this snowy weather on a Monday morning! Beat the traffic, no matter the weather, by hopping on Metra. pic.twitter.com/QzPfQx3bxW
— Metra (@Metra) January 24, 2022
advertisement
রেললাইন মেটালের তৈরি। মেটাল ঠাণ্ডায় সঙ্কুচিত হয়ে যায়! এবার জায়গায় জায়গায় রেললাইন সঙ্কুচিত হয়ে যাওয়ার ফলে রেললাইন ব্যবহারের অযোগ্য পড়ে! সেই সমস্যার মোকাবিলা করতেই এহেন ব্যবস্থা! রেললাইনের পাশে হিটার লাগানো থাকে, সেখান থেকেই নির্গত হয় আগুন, যা স্টিলকে গরম রাখে, সঙ্কুচিত হতে দেয় না। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে আর সেই দৃশ্য আচমকা দেখলে মনে হয়, যেন রেল-লাইনে আগুন লেগেছে! আসলে, হিটারগুলো রেললাইনের ঠিক গায়েই বসানো থাকে, সেখান থেকেই বের হয় আগুন! আপনি যদি প্রথমবার সেই দৃশ্য দেখেন, মনে হবে যেন রেললাইনেই আগুন জ্বলছে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 8:18 PM IST