Viral News: সকালে প্রেগনেন্সির রিপোর্ট এল নেগেটিভ, ওদিকে স্নান করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা!

Last Updated:

Surprise Child Birth: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দিমিত্তির সঙ্গে এমনই অবাক করা ঘটনা ঘটেছে। বাথরুমে স্নান করতে গিয়েই তিনি হঠাৎ পুত্রসন্তানের জন্ম দেন বলে জানা গিয়েছে ৷

সকালে প্রেগনেন্সির রিপোর্ট এল নেগেটিভ, ওদিকে স্নান করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা!
সকালে প্রেগনেন্সির রিপোর্ট এল নেগেটিভ, ওদিকে স্নান করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা!
গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তই মায়েদের কাছে গুরুত্বপূর্ণ ও উপভোগ্য। ৯ মাসের গর্ভাবস্থায় একজন মহিলার শরীর নানা পরিবর্তন চোখে পড়ে। এই সময়ে মহিলাদের মধ্যে মানসিক এবং শারীরিক উভয় ধরনেরই পরিবর্তন দেখা যায়। মানসিক উদ্বেগ বৃদ্ধি, শারীরিক স্ফীতাবস্থায় অনেক নারী মানসিক শক্তি হারিয়ে ফেলেন। সঙ্গত কারণেই গর্ভাবস্থা নিয়ে অনেক আশ্চর্যজনক ঘটনা সামনে আসে। অনেক সময় এমনটাও হয় যে, প্রেগনেন্সির কথা জানাও যায় না, হঠাৎ করেই সন্তানের জন্ম হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দিমিত্তির সঙ্গে এমনই অবাক করা ঘটনা ঘটেছে। বাথরুমে স্নান করতে গিয়েই তিনি হঠাৎ পুত্রসন্তানের জন্ম দেন বলে জানা গিয়েছে (Surprise Child Birth)।
দুই সন্তানের জননী দিমিত্তির আগে থেকে কোনও ধারণাই ছিল না যে তিনি গর্ভবতী। দিমিত্তি এবং তাঁর স্বামী জেসন দুই সন্তানের পরে তাঁদের পরিবারে আরও এক সন্তান আনার কথা ভাবেননিও। দিমিত্তিরও এই বিষয়ে কোনও রকম ধারণাই ছিল না। একদিন হঠাৎই তিনি স্নান করতে গিয়ে পেটে প্রবল ব্যথা অনুভব করেন। হঠাৎ তারঁ পেটে মোচড় দেওয়ার মতো ব্যথা হয় এবং এরপর কিছুক্ষণের মধ্যেই একটি শিশুর মাথা তাঁর পায়ের মাঝখানে দুলতে দেখা যায়। দিমিত্তি সঙ্গে সঙ্গে তাঁর স্বামীকে ডেকে নিয়ে এলে সেখানেই তাঁদের তৃতীয় সন্তান জন্ম নেয়।
advertisement
advertisement
দিমিত্তি তাঁর গর্ভাবস্থার কথা বিন্দুমাত্রও জানতেন না। এই পুরো সময়টায় তাঁর মেনস্ট্রুয়েশনও বন্ধ হয়নি। কিছু সময় পরে সন্দেহ হওয়াতে তিনি তিনি প্রেগনেন্সি টেস্ট করান এবং তার রিপোর্টও নেগেটিভ আসে। এমনকী যেদিন এই ঘটনা ঘটে সেদিনও সকালে টেস্টের ফল নেতিবাচক ছিল। এরপর আচমকা সন্তানের জন্ম স্বামী-স্ত্রী দুজনকেই অবাক করে দেয়। দিমিত্তি যখন সন্তানের জন্ম দেন তখন তাঁর স্বামী ঘুমোচ্ছিলেন। স্ত্রীর ডাকে বাথরুমে পৌঁছলে দিমিত্তিকে রক্তাক্ত অবস্থায় সন্তানসহ দেখতে পান।
advertisement
দিমিতি এই গর্ভাবস্থাকে সম্পূর্ণ বিস্ময়কর ঘটনা বলেই বর্ণনা করেছেন। এই সময়ে তাঁর ওজন কিছুটা বাড়লেও সেটাকে তিনি খুব একটা পাত্তা দেননি। তিনি ভেবেছিলেন লকডাউনে সামান্য ভারী হয়েছে শরীর। এ ছাড়াও মাসখানেক আগে রাগবি খেলতে গিয়ে চোটও পেয়েছিলেন তিনি। সে সময়ে চেকআপ করাতে গিয়েও তাঁর গর্ভাবস্থা ধরা পড়েনি। যাই হোক, শেষ পর্যন্ত ওই শিশুর জন্মের পর দিমিত্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে মা ও শিশু দু'জনেই এখন সুস্থ রয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: সকালে প্রেগনেন্সির রিপোর্ট এল নেগেটিভ, ওদিকে স্নান করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement