Viral News: কোটিপতি ব্যক্তিকে বিয়ে করে 'বিপাকে' মহিলা! জানালেন, নিত্যদিনের ভয়াবহ কথা

Last Updated:

Viral News: কোটিপতি বাড়ির এক গৃহবধূ সম্প্রতি এমন সব বিষয়ে মুখ খুলেছেন যে হতবাক হয়ে দিয়েছে নেটিজেনদেরও

কোটিপতি ব্যক্তিকে বিয়ে করে 'বিপাকে' মহিলা
কোটিপতি ব্যক্তিকে বিয়ে করে 'বিপাকে' মহিলা
দুবাই: টাকা থাকলে প্রতিটি শখ পূরণ করা যায়, কমবেশি অনেকেই মনে করেন এমনটা। কিন্তু কোটিপতি বাড়ির এক গৃহবধূ সম্প্রতি এমন সব বিষয়ে মুখ খুলেছেন যে হতবাক হয়ে দিয়েছে নেটিজেনদেরও। ওই মহিলা জানিয়েছেন, “তাঁর টাকার কোনও অভাব নেই। তাঁর স্বামী বিলাসবহুল জীবন যাপনের জন্য জলের মতো লাখ লাখ টাকা খরচ করেন।” কিন্তু ওই মহিলা সমস্যায় ভুগছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে গোটা বিষয়টি তুলে ধরেছেন তিনি।
ব্রিটিশ বংশোদ্ভূত ওই মহিলা দুবাইয়ের বাসিন্দা কোটিপতি জামাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। দম্পতি দুবাইতে একটি বিলাসবহুল প্রাসাদের মতো বাড়িতে থাকে এবং বিলাসবহুল জীবনযাপন করেন। জামাল নিজেও বিলাসবহুল জীবনযাপনের অনুরাগী, তাঁর স্ত্রীও একইভাবে জীবনযাপন করতে চায়।
advertisement
ওই মহিলা জানাচ্ছেন, “দুবাইয়ের কোটিপতি জামালের সঙ্গে যখন আমার বিয়ে হয়, তখন খুব খুশি ছিলাম। কিন্তু আমাদের মধ্যে কিছু চুক্তি ছিল। প্রথম এবং সবচেয়ে বড় চুক্তি ছিল যে আমি অন্য কাউকে আমার বন্ধু বানাতে পারব না। অথচ জামালের জন্য এমন কোনও বাধ্যবাধকতা নেই।” মহিলা জানাচ্ছেন, “ওই দেশের আইন অনুযায়ী, স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবেন, এর জন্য শুধুমাত্র সৌদি থেকে অনুমতি নিতে হবে।”
advertisement
দ্বিতীয় সমস্যা হল সব সময় ট্র্যাকিং। ওই মহিলার ফোনে ফোন ট্র্যাকার অনবরত থাকে। এর মানে হল যে তাঁর স্বামী দেখতে পাবে তিনি কোথায় আছেন। মহিলার মতে, “নিরাপত্তার স্বার্থে এটা ঠিক আছে। আরেকটা সুবিধা হল জামালকে আমি কোথায় আছি জিজ্ঞেস করতে রাতভর ফোন করতে হয় না। তিনি নিজেই ট্র্যাক এবং জানতে পারেন।”
advertisement
ওই মহিলা, তাঁর খরচের কথাও প্রকাশ করেছে। তিনি জানান, “জামাল প্রতি সপ্তাহে লাখ লাখ টাকা খরচ করে। মেকআপ এবং ত্বকের যত্নের জন্য, নতুন গাড়ির জন্য লাখ লাখ টাকা খরচ করেন।” তবে ওই মহিলা জানাচ্ছেন, “এটা সবসময় বিরক্ত করে যে আপনি নিজের মতো বাঁচতে পারবেন না।”
advertisement
তিনি বলছেন, “কোটিপতির স্ত্রী হওয়ার অন্যান্য অসুবিধাও রয়েছে। আপনি সব সময় আপনার স্বামীর পাশে থাকতে পারবেন না। এতে অভ্যস্ত হতে হবে। আপনাকে শুধু বুঝতে হবে যে সে সবসময় আপনার জন্য সময় পাবে না। আমি সহজ এবং শান্তিপূর্ণ জীবন পছন্দ করি। কিন্তু এখানে কিছুই পাই না।” নেটিজেনরা ওই মহিলার ভিডিওতে নানারকম কমেন্ট করেছেন। অনেকে বলেছেন, ‘টাকা দিয়ে ভালবাসা বা সুখ কেনা যায় না। এটাই তার প্রমাণ।’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: কোটিপতি ব্যক্তিকে বিয়ে করে 'বিপাকে' মহিলা! জানালেন, নিত্যদিনের ভয়াবহ কথা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement