Viral News: গত ৩ বছরে বন্ধ হয়নি চোখ! অস্ত্রোপচার কেড়ে নিয়েছে রাতের ঘুম!

Last Updated:

Viral news of a man from UK who can't close his eyes: পিট না কি প্রায় ৩ বছর ধরে নিজের চোখই বন্ধ করেননি!

Photo: SWNS
Photo: SWNS
Ashutosh Asthana
#বার্মিংহাম: মানুষের শরীর বড়ই অদ্ভুত। এর মধ্যে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায়, যা জানলে চমকে উঠতে হয় (Viral News)। তবে সম্প্রতি এক ব্যক্তি নিজের শরীরকে নিজেই সমস্যায় ফেলেছেন আর তার জন্য তাকে এখন হাতে হাতে মাসুলও দিতে হচ্ছে। ইংল্যান্ডে বসবাসকারী ওই ব্যক্তি অস্ত্রোপচারের পর নিজের চোখই বন্ধ করতে পারছেন না (Viral news of a man from UK who can't close his eyes)।
advertisement
পিট ব্রডহার্স্ট (Pete Broadhurst) নামের ওই ব্যক্তি ইংল্যান্ডের বার্মিংহামে বসবাসকারী, পেশায় একজন অবসরপ্রাপ্ত চিত্রশিল্পী এবং ডেকোরেটর। ৭৯ বছর বয়সী ওই বৃদ্ধ এখন পেনশনভোগী (Viral News)। ওই মানুষটিকে নিয়েই এমন এক সমস্যা তৈরি হয়েছে যা শুনে হতবাক হয়ে গিয়েছেন মানুষজন। পিট না কি প্রায় ৩ বছর ধরে নিজের চোখই বন্ধ করেননি!
advertisement
advertisement
প্রকৃতপক্ষে, ১৯৫৯ সালে পিটের একটি দাঁত নিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল, গালে ব্যথা বা গাল ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল। পরে এই সমস্যা স্থায়ী হয়ে যাওয়ায় বৃদ্ধের যন্ত্রণার শেষ ছিল না। শেষমেশ পিট গালের অস্ত্রোপচার করতে ব্যস্ত হয়ে ওঠেন।
advertisement
২০১৮ সালে, একটি বেসরকারিহাসপাতাল তাঁকে ১১ লাখ টাকায় বিনিময়ে ঘাড়ের লিফট সার্জারি (Neck Lift Surgery), ব্লেফারোপ্লাস্টি (Blepharoplasty) এবং রাইনোপ্লাস্টি সার্জারি (Rhinoplasty) করতে বলে। এই তিনটি অস্ত্রোপচারের মাধ্যমে ঘাড়, চোখের নিচের মাংস এবং নাকের আকৃতি ঠিক করা হয়। বলা হয় এর সাহায্যে পিটারের গালের আকৃতিও বদলে যাবে। অবশেষে তিনি ২০১৯ সালে ৯ ঘন্টা সময় দিয়ে এই সার্জারি করিয়েছিলেন, কিন্তু তার পরেই শুরু হল নতুন সমস্যা। পিটের মনে হচ্ছিল তাঁর চোখে যেন কেউ দেয়াল ঠেকিয়ে দিয়েছে। চিকিৎসকরা কিছু দিন পর সেরে যাবে বলে আশ্বাস দিলেও আর তা ঠিক হয়নি।
advertisement
এর পর আরও এক সার্জন বিনামূল্যে একটি অস্ত্রোপচার করেন, যাতে চোখের পাতার নিচের অংশের সঙ্গে গালের পেশি জোড়া লেগে গেলে চোখের পাতা বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়, কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত এই অস্ত্রোপচার কোনও কাজে আসেনি। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, পিটার ৩ বছর পরও তাঁর চোখের পাতা ঠিকমতো বন্ধ করতে পারছেন না। বিশেষ করে তাঁর বাম চোখ কখনই পুরোপুরি বন্ধ হয় না। ঘুমানোর সময় চোখের পাতায় টেপ লাগিয়ে ঘুমাতে হয় এবং চোখ আর্দ্র রাখতে চোখে ক্রমাগত ড্রপ দিয়ে যেতে হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: গত ৩ বছরে বন্ধ হয়নি চোখ! অস্ত্রোপচার কেড়ে নিয়েছে রাতের ঘুম!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement