Vietnam Flood : টাইফুনের তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি ভিয়েতনামে, মৃত ১৪১, ফ্ল্যাশফ্লাডে নিশ্চিহ্ন গোটা গ্রাম

Last Updated:

Vietnam Flood : টাইফুনের প্রভাবে বেসামাল ভিয়েতনাম, ফ্ল্যাশ ফ্লাডে ভেসে গেল একাধিক বাড়ি, নিখােঁজ একাধিক৷

টাইফুনে তাণ্ডবে তছনছ ভিয়েতনাম 
Photo Credit: AP
টাইফুনে তাণ্ডবে তছনছ ভিয়েতনাম Photo Credit: AP
হ্যানয় : প্রবল ঝড় এবং বৃষ্টিতে বেসামাল ভিয়েতনাম৷ ফ্ল্যাশ ফ্লাডের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে গেল একটি গোটা গ্রাম৷ দেশে মৃতের সংখ্যা ১৪১ ছুঁয়ে ফেলল৷ নিখোঁজ একাধিক৷
ঝড়ের পূর্বাভাস ছিল৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, প্রবল শক্তিতে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে টাইফুন ইয়াগি আছড়ে পড়েছিল ভিয়েতনামে৷ রবিবার ইয়াগির শক্তি কমেও যায়৷ তবে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছিল৷ কাই-প্রদেশে সেটাই বিপদ ডেকে আনে৷ জানা গিয়েছে, ভিয়েতনামের এই অংশে ঝড়ের প্রভাবে যা না ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে মাত্রাতিরিক্ত বৃষ্টি এবং তার কারণে হওয়া ফ্ল্যাশ ফ্লাডে৷
advertisement
advertisement
রবিবার ঝড়ের শক্তি দুর্বল হলেও নাগাড়ে বৃষ্টি হচ্ছিল ভিয়েতনামে৷  তার জেরেই হঠাৎ কাদা মাটি ও পাথর মিশ্রিত জল নেমে আসে পাহাড় থেকে৷ ভাসিয়ে নিয়ে যায় একটা গোটা গ্রামকে৷ ল্যাং নু নামের এই গ্রামে উদ্ধার কাজ শুরু হয়েছে৷ আকস্মিক বন্য়ায় ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজ একাধিক৷ সংখ্যাটা প্রায় ৪০৷ গোটা ভিয়েতনামে বন্যা ও ঝড়ের কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪১-এ, ৬৯ জন নিখোঁজ, আহত সংখ্যা একশোরও বেশি৷
advertisement
ইয়াগি ছিল কয়েক দশকের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এটি শনিবার ১৪৯ কিলোমিটার (৯২ মাইল প্রতি ঘন্টা) বেগে স্থলভাগে আছড়ে পড়েছিল৷ ঝড় থেকে বাঁচতে সমস্ত ব্যবস্থা নেওয়া হলেও ফ্ল্যাশ ফ্লাডের ব্যাপারে কোনও ধারনাই ছিল না ল্যাং নু গ্রামের বাসিন্দাদের৷
advertisement
শেষ খবর অনুযায়ী, বৃষ্টি এখনও হয়ে চলেছে লাও কাই-সহ গোটা ভিয়েতনামে, এবং সেখানকার নদীগুলিও এবার বিপদ সীমা ছুঁয়ে ফেলেছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Vietnam Flood : টাইফুনের তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি ভিয়েতনামে, মৃত ১৪১, ফ্ল্যাশফ্লাডে নিশ্চিহ্ন গোটা গ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement