Sharmili Ahmed: প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদ, বাংলাদেশে শোকের ছায়া

Last Updated:

Sharmili Ahmed: শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন।

প্রয়াত শর্মিলী আহমেদ
প্রয়াত শর্মিলী আহমেদ
#ঢাকা: বাংলাদেশের প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রয়াত। মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র জগতের অত্যন্ত গুণী শিল্পী ছিলেন শর্মিলী আহমেদ। শুক্রবার সকালে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। তাঁর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বনানীতে স্বামীর কবরেই শর্মিলী আহমেদকে সমাহিত করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সময় নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ''আমাদের সময়ের অসাধারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর প্রয়াণে গোটা নাট্যজগৎ তাঁদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন।''
advertisement
advertisement
শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন। আট ও নয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যে, তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনেই দাগ কেটে আছে।
advertisement
শর্মিলী আহমেদের আনুষ্ঠানিক নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম। রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি করে ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার জীবনে শুরু হয়। সে সময় রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আর্বিভাব সিনেমাতে তাঁর কাজ বহুল প্রশংসিত হয়। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাকে দেখা গেছে। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ, নাটক করেছেন চারশোর মত।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sharmili Ahmed: প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদ, বাংলাদেশে শোকের ছায়া
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement