Shinzo Abe Passes Away: হল না শেষরক্ষা, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shinzo Abe Passes Away: নির্বাচনী প্রচারে শুক্রবার বক্তৃতা করছিলেন শিনজো আবে। সেই বক্তৃতা চলাকালীনই আচমকাই গুলি চলার ঘটনাটি ঘটে ৷
#জাপান: আশঙ্কাই সত্যি হল। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রয়াত। শুক্রবার সকালে প্রকাশ্যেই গুলিবিদ্ধ হয়েছিলেন আবে। দুশ্চিন্তার প্রহর গুনছিল গোটা বিশ্ব। বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। যাঁর গুলি শিনজোর বুকে লেগেছিল, সেই আততায়ীর পরিচয়ও প্রকাশ্যে এসেছে।
নির্বাচনী প্রচারে শুক্রবার বক্তৃতা করছিলেন শিনজো আবে। সেই বক্তৃতা চলাকালীনই আচমকাই গুলি চলার ঘটনাটি ঘটে ৷ মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ চমকে ওঠেন প্রত্যেকেই ৷ এর পরেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর থেকে লড়াই আর দুশ্চিন্তার প্রহর গোনা কেবল। শেষমেশ সেই আশঙ্কা সত্যি করে প্রয়াত হলেন আবে।
advertisement
advertisement
সংবাদ সংস্থা সূত্রে খবর, টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের বছর চল্লিশের এক ব্যক্তি শিনজোকে গুলি করেন। তদন্তকারীদের অভিযুক্ত জানিয়েছেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সেই কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী।
advertisement
জাপানে তখন বেলা ১১টা। জাপানের নারা শহরেই এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সঙ্গে সঙ্গেই আততায়ীকে পাকড়াও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত গোটা পৃথিবীকে স্তম্ভিত করে মৃত্যু হল আবের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 2:38 PM IST