US Strikes Venezuela: চোখ ঢাকা কালো আবরণে! বন্দি মাদুরোর প্রথম ছবি নিজেই প্রকাশ করলেন ট্রাম্প
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
US Strikes Venezuela: ভেনিজুয়েলায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী৷ এই হামলার পরেই সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন সেনা৷
ভেনিজুয়েলায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী৷ এই হামলার পরেই সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন সেনা৷ সকালেই ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার এই প্রথমবার বন্দিঅবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প৷
ট্রাম্পের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর চোখ কালো রঙের আবরণে ঢাকা৷ হাতে হাতকড়া৷ কানেও শব্দনিরোধক আবরণ। সে ভাবেই নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বন্দি মাদুরোকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে অত্যন্ত নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ারও খবর পাওয়া গিয়েছে। মূলত এএফপি এবং এপি সংবাদসংস্থার থেকে এই খবর পাওয়া গিয়েছে। এরপরেই গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে নিকোলাস মাদুরোর সরকার।
আরও পড়ুন: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি
advertisement
এই ঘটনার মাঝেই নিজের এক্স হ্যান্ডলে বিস্ফোরক একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় হামলা চালানো হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে সেনা। তাঁদের দেশ থেকে বের করে আনা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 10:27 PM IST









