‘আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান’! অবশেষে শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প! সোনার ট্রফি, মেডেল, তবে নোবেল নয়!
- Published by:Tias Banerjee
Last Updated:
Donald Trump Peace Prize| ওয়াশিংটনে ২০২৬ ফুটবল বিশ্বকাপ ড্র-অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়াননি ইনফানতিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন ‘শান্তি পুরস্কার’ প্রদান করেন।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র-অনুষ্ঠানের মঞ্চেই হল চমক। মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজকত্বে হতে চলা সেই টুর্নামেন্টের সরকারি ড্র অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। সেখানেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার নবপ্রবর্তিত ‘শান্তি পুরস্কার’ তুলে দিলেন সংস্থার সভাপতি জিয়াননি ইনফানতিনো।
ফিফার নতুন এই পুরস্কার সেই সব ব্যক্তিকে সম্মান জানায়, যারা “মানুষকে একত্রিত করতে পারেন এবং আগামী প্রজন্মকে আশার আলো দেখান।”
advertisement
advertisement
ইনফানতিনোর প্রশংসা, হাতে সোনার ট্রফি ও মেডেল
অনুষ্ঠানে ইনফানতিনো ট্রাম্পকে “মানুষের প্রতি যত্নশীল এক নেতা” বলে বর্ণনা করেন। হাতে ধরানো হয় সোনালি রঙের পৃথিবী-উত্তোলন করা হাত আকৃতির একটি ট্রফি ও সোনার মেডেল। সার্টিফিকেটে ট্রাম্পের বিশ্বজুড়ে “শান্তি ও ঐক্য প্রচারের” ভূমিকার কথাও উল্লেখ করা হয়। ইনফানতিনো ঘোষণা করেন—“এই পুরস্কার আপনারই।”
advertisement
ট্রাম্পের প্রতিক্রিয়া: ‘আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান’
ট্রাম্প এই স্বীকৃতিকে জীবনের “একটি বিরাট সম্মান” বলে উল্লেখ করেন। পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান, বিশেষ করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। একইসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকেও ধন্যবাদ জানান—কারণ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে তাঁরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
🚨 “Please welcome the very first winner of the FIFA Peace Prize — the 45th and 47th President of the United States of America, Mr. Donald J. Trump!” pic.twitter.com/wPcObuFBKV
— Rapid Response 47 (@RapidResponse47) December 5, 2025
advertisement
ট্রাম্প আগে থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। গাজার যুদ্ধবিরতি চুক্তিতে তাঁর ভূমিকার জন্য ট্রাম্প নোবেল পাওয়া উচিত বলেও অতীতে ইঙ্গিত করেছিলেন ইনফানতিনো। ফলে ফিফার এই নতুন পুরস্কারের জন্য ট্রাম্পকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই দেখছিলেন।
ফিফার সাফাই
ফিফার দাবি, এই শান্তি পুরস্কার “শান্তির উদ্দেশ্যে অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ” নেওয়া ব্যক্তিদের দেওয়া হয়। ফুটবলের গণ্ডি ছাপিয়ে এই নতুন উদ্যোগ ইনফানতিনোর বহুদিন ধরেই করে আসা বক্তব্য—ফুটবলই বিশ্বের বৃহত্তম একতাকারী শক্তি—তারই সম্প্রসারণ।
advertisement
বিতর্কের সময়েই পুরস্কার
তবে একই সপ্তাহে ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকার উপর প্রাণঘাতী হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি অভিবাসন বিষয়ে ট্রাম্পের কঠোর কথাবার্তাও বিতর্ক বাড়িয়েছে।
এদিকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার গিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর হাতে। তিনি নিজের স্বীকৃতির একটি অংশ ট্রাম্পকে উৎসর্গ করেছেন—তাঁর আন্দোলনে ট্রাম্পের সমর্থনের কথা উল্লেখ করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
December 06, 2025 8:33 AM IST

