প্রোটোকল ভেঙে রানি এলিজাবেথকে ছুঁলেন ট্রাম্প, বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া
Last Updated:
রানির পিঠ চাপড়ে দিতে দেখা যায় প্রেসিডেন্টকে ৷ অনেকেই মার্কিন প্রেসিডেন্টে এই আচরণকে রাজকীয় প্রোটোকল ভাঙা হিসেবেই দেখছেন।
#লন্ডন: সোমবার বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৷ সেই সাক্ষাতের সময়ই ইংল্যান্ডের রাজপ্রাসাদে প্রোটোকল ভেঙে রানি দ্বিতীয় এলিজাবেথকে স্পর্শ করায় বির্তর্ক শুরু হয়েছে ৷
নিয়ম অনুযায়ী রানিকে স্পর্শ করতে পারেন না অন্য কোনও ব্যক্তি ৷ কিন্তু এ দিন প্রথা ভেঙে ৯৩ বছরের রানির পিঠে হাত রাখতে দেখা যায় ট্রাম্পকে ৷ বাকিংহাম প্যালেসে ভাষণ রাখার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানির ভূমিকা নিয়ে প্রশংসা করেন ট্রাম্প ৷ এরপরেই রানির পিঠ চাপড়ে দিতে দেখা যায় প্রেসিডেন্টকে ৷ অনেকেই মার্কিন প্রেসিডেন্টে এই আচরণকে রাজকীয় প্রোটোকল ভাঙা হিসেবেই দেখছেন।
advertisement
যদিও রাজ পরিবার এ ব্যাপারে কোনও আপত্তি তোলেনি। তাঁদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়, 'রানি অথবা রাজ পরিবারের কোনও সদস্যের সঙ্গে বৈঠকের সময় আচরণগত কোনও নিয়ম নেই। তবে অনেকেই ঐতিহ্য মেনে চলাটাই দেখতে চান।'
advertisement
London part of trip is going really well. The Queen and the entire Royal family have been fantastic. The relationship with the United Kingdom is very strong. Tremendous crowds of well wishers and people that love our Country. Haven’t seen any protests yet, but I’m sure the....
— Donald J. Trump (@realDonaldTrump) June 3, 2019
advertisement
Are you supposed to pat the Queen, Mr. President? pic.twitter.com/9UyNEc2ZuA — Khaled Faisal (@Du08Khaled) June 4, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2019 7:33 PM IST