ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ৪০! প্রাণ গেল সেনা-সহ সাধারণেরও

Last Updated:

কারাকাসে মার্কিন অভিযান, অন্তত ৪০ জন নিহত, নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেস আটক! রাশিয়া, ইরান, চিনসহ বহু দেশের নিন্দা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবেদন।

News18
News18
এক শীর্ষ ভেনেজুয়েলা কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ভোরে মার্কিন বিমান হামলায় সামরিক কর্মী ও সাধারণ নাগরিক মিলিয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা হঠাৎ নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরই কারাকাসে বড় আকারের মার্কিন সামরিক অভিযান চালানো হয় এবং তার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে আটক করা হয়। বহু বছর ধরেই ওয়াশিংটন মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক পাচার নেটওয়ার্কে মদত দেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের অপব্যবহার এবং যুক্তরাষ্ট্রবিরোধী আন্তর্জাতিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে আসছিল। এসব অভিযোগের জেরে ভেনেজুয়েলার উপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়, বিদেশে থাকা রাষ্ট্রীয় সম্পদ জব্দ করা হয় এবং আন্তর্জাতিক মঞ্চে মাদুরোকে একঘরে করার চেষ্টা চলতে থাকে। তীব্র অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভেনেজুয়েলার সেনা ও নিরাপত্তা ব্যবস্থার সমর্থনে ক্ষমতায় টিকে ছিলেন মাদুরো; আলোচনার পথ বা নিষেধাজ্ঞা রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়।
advertisement
মার্কিন কর্মকর্তাদের দাবি, গোয়েন্দা মূল্যায়নে দেখা যাওয়ার পরই সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় যে অ-সামরিক সব উপায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে—বিশেষ করে মাদক পাচার রোখা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযান অনুমোদন করেন। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, এটি দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়; বরং লক্ষ্যভিত্তিক ও সময়সীমাবদ্ধ অভিযান—যেখানে গতি, নিখুঁততা ও কৌশলগত প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
কারাকাসে গুরুত্বপূর্ণ কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল স্থাপনা, অভিজাত নিরাপত্তা ইউনিট এবং প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে সমন্বিত হামলা চালায় মার্কিন বাহিনী। এর ফলে বিশেষ অভিযানকারী দল দ্রুত অগ্রসর হতে সক্ষম হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন হেফাজতে নেওয়া হয় এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। শীর্ষ মার্কিন কর্মকর্তারা দাবি করেন, বড় আকারের সেনা মোতায়েন বা দীর্ঘ লড়াই ছাড়াই লক্ষ্য পূরণ হওয়ায় এটি অন্যতম জটিল ও সফল যৌথ বিশেষ অভিযান।
advertisement
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য মাদক পাচার বন্ধ করা, জ্বালানি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক অস্থিরতা ঠেকানো—যাতে দীর্ঘমেয়াদি সামরিক জড়িত থাকার খরচ এড়ানো যায়। তবে মাদুরোর গ্রেফতারে ভেনেজুয়েলায় তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, নিরাপত্তা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরবর্তী পরিস্থিতির রূপরেখা তারা নির্ধারণ করবে। সমালোচকদের আশঙ্কা, এই অভিযান অঞ্চলে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
advertisement
আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত এসেছে। রাশিয়া, ইরান, ব্রাজিল, চিন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ একাধিক দেশ হামলার নিন্দা জানিয়েছে বা সংযম ও আন্তর্জাতিক আইন মানার আহ্বান করেছে। ভেনেজুয়েলা জরুরি বৈঠকের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ আবেদন করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ৪০! প্রাণ গেল সেনা-সহ সাধারণেরও
Next Article
advertisement
ISL 2026: আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
  • আইএসএল নিয়ে জট কাটল৷

  • চলতি বছর আইএসএল-এর আয়োজন করবে ফেডারেশন৷

  • আগামী সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement