#ওয়াশিংটন: সপ্তাহখানেক আগে ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে দেওয়া শুরু হয়েছিল। স্বাস্থ্যকর্মীদের দেওয়ার পরে কয়েকটি বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা নজরে আসে। কিন্তু করোনার প্রতিষেধক প্রয়োগের এক সপ্তাহ পর রিপোর্ট পজিটিভ এসেছে, এই ঘটনা প্রথম। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এমন একটি ঘটনা ঘটেছে। একজন ৪৫ বছর বয়সি নার্স ফাইজার টিকা নেওয়ার এক সপ্তাহ পর করোনার পরীক্ষা করিয়েছিলেন। তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
৪৫ বছরের ম্যাথিউ ডব্লিউ, দু’টি পৃথক স্থানের হাসপাতালের নার্স। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি ফাইজার টিকা নিয়েছিলেন ১৮ ডিসেম্বর। ভ্যাকসিন গ্রহণ করার সময় তাঁর সামান্য ব্যথা লেগেছিল। ব্যথাটা এক দিন পর্যন্ত ছিল, কিন্তু তিনি কোনও রকমের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হননি। ২৫ ডিসেম্বর কোভিড১৯ ইউনিটে শিফট শেষ করার পর তিনি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। মারাত্মক ঠান্ডা লেগে যায় তাঁর। পেশীতে ব্যথা এবং সেই সঙ্গে সারা শরীরে ক্লান্তি অনুভব করেন।
ম্যাথিউ অসুস্থ বোধ করায় নিজেই করোনা টেস্টের জন্য হাসপাতালে চলে যান। ক্রিসমাসের পরের দিন তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে।