US mass shooting: আমেরিকায় ফের প্রকাশ্যে গুলি চালনার ঘটনা, আলাবামায় বন্দুকবাজের হানায় মৃত ৪
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেকের দেহেই একাধিক বুলেটের ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। বাকি বিষয় তদন্তের অগ্রগতির সঙ্গে জানানো হবে।"
আলাবামা: ফের আমেরিকায় গুলি চালনায় মৃত্যুর ঘটনা ঘটল, শনিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের একটি বারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটে।
এই ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, চতুর্থ ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজ একাধিক থাকতে পারে কিন্তু এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি আমেরিকান কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেকের দেহেই একাধিক বুলেটের ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। বাকি বিষয় তদন্তের অগ্রগতির সঙ্গে জানানো হবে।”
advertisement
BPD officers are on the scene of multiple people shot with possibly multiple casualties.
Five Points South area.
Public Information Division is en route and will be providing Media Partners with live updates. pic.twitter.com/rB0Y8TJW1I
— Bhampolice (@BhamPolice) September 22, 2024
advertisement
এর আগেও গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক গুলি চালনার ঘটনা ঘটেছে, বহু মৃত্যুও ঘটেছে। কিন্তু, আমেরিকাতে অস্ত্র আইন নিয়ে শিথিলতার কথা বললেও এখনও পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। এই অস্ত্র আইন কঠোর করার জন্য একাধিকবার সরব হয়েছেন আমেরিকার সাধারণ নাগরিক কিন্তু, একের পর এক এই গুলি চালনার ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিল আমেরিকায় অস্ত্র আইন এখনও শিথিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 12:54 PM IST