পাক মাটিতেই জইশের নেটওয়ার্ক, তাদের টাকা সরবরাহ বন্ধ করা জরুরি, জানাল আমেরিকা

Last Updated:
#নয়াদিল্লি:  এবার মার্কিন নিশানায় জইশ-ই-মহম্মদের নেটওয়ার্ক ৷ পাক মাটিতেই জইশের নেটওয়ার্ক ৷ পাকিস্তানে যাবতীয় কার্যকলাপ জইশ-এর বলেই জানাল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ পুলওয়ামার মতো হামলা রুখতেই হবে এবং জইশ-এ টাকা সরবরাহ বন্ধ করা জরুরি বলে মত আমেরিকার ৷
পাশাপাশি  জইশকে কোনও সুযোগসুবিধা যাতে দেওয়া না হয় ৷ সেটাও সুনিশ্চিত করার প্রয়োজন বলে মত আমেরিকার ৷ জইশ যাতে কোনও সুবিধা না পায় ৷ সারা বিশ্বকে তার ব্যবস্থা নিতে হবে ৷ বহু দেশ মিলে বড়সড় ব্যবস্থা নিতে হবে ৷ মত মার্কিন বিদেশদফতরের কো অর্ডিনেটরের ৷
এদিকে জৈশের প্রধান মাসুদ আজহার যে পাকিস্তানেই রয়েছে, সেটা অবশেষে মেনে নিয়েছে ইসলামাবাদ ৷ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি CNN-কে জানিয়েছেন, জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে ৷ কিন্তু তিনি খুব অসুস্থ ৷ আপাতত বাড়িতেই আছে সে ৷ শারীরিক অবস্থা এতটাই খারাপ, যে বাড়ি থেকে বেরনোর মতো অবস্থায় নেই মাসুদ ৷ ভারত প্রমাণ দিলে মাসুদকে আদালতে পেশ করা হবে ৷
advertisement
advertisement
পুলওয়ামা-সন্ত্রাসের ডসিয়র পাকিস্তানের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে ভারত। অর্থাৎ কোথায় জইশের ঘাঁটি, কীভাবে চলে জঙ্গি শিবির ? সবটাই তথ্য-প্রমাণ দিয়ে ডসিয়রের মাধ্যমে জমা দিয়েছে কেন্দ্র। বুধবার পাক বায়ুসেনা ভারতের সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। এনিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত।
আকাশে উত্তেজনার মধ্যেই পুরোদস্তুর কূটনৈতিক যুদ্ধ। পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে জইশ-এ-মহম্মদকে নিয়ে ডসিয়র দিয়েছে ভারত। বুধবার পাক ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে জইশকে নিয়ে ডসিয়র তুলে দেয় ভারত। পাকিস্তানে জইশের ঘাঁটি ও গতিবিধি নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েই ডসিয়র তৈরি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাক মাটিতেই জইশের নেটওয়ার্ক, তাদের টাকা সরবরাহ বন্ধ করা জরুরি, জানাল আমেরিকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement