US F-16 Fighter Jet Crashes: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান ! ঠিক সময়ে প্যারাশুটে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন পাইলট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
US F-16 Fighter Jet Crashes In California: সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাটি সান বার্নার্ডিনো এবং ইনিও কাউন্টি লাইন এলাকার কাছে ঘটেছে। বিমানটি ভেঙে পড়ার আগে ঠিক সময়মতো পাইলট ঝাঁপ দিতে পারেন বলে প্রাণে বেঁচে গিয়েছেন ৷
ক্যালিফোর্নিয়া: সকাল সকালই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর ! মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ট্রোনা বিমানবন্দরের কাছে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাটি সান বার্নার্ডিনো এবং ইনিও কাউন্টি লাইন এলাকার কাছে ঘটেছে। বিমানটি ভেঙে পড়ার আগে ঠিক সময়মতো পাইলট ঝাঁপ দিতে পারেন বলে প্রাণে বেঁচে গিয়েছেন ৷
বুধবার ভারতীয় সময় অনুযায়ী মধ্য রাতে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আমেরিকান সেনা এখনও আনুষ্ঠানিক ভাবে মুখ না খুললেও ভেঙে পড়া যুদ্ধবিমানটি F-16 বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সান বার্নার্ডিনো কাউন্টির দমকল বিভাগ বলেছে, ‘‘স্টেশন ৫৭ থেকে বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়।’’
advertisement
advertisement
🚨#BREAKING: Watch as a U.S. Air Force F-16C jet Thunderbird Crashes in Fiery Wreckage ⁰⁰📌#Trona | #California⁰⁰Watch as a U.S. Air Force F-16C Fighting Falcon assigned to the elite Thunderbirds demonstration team went down near Trona Airport in San Bernardino County,… pic.twitter.com/Ac6rwMZwI4
— R A W S A L E R T S (@rawsalerts) December 3, 2025
advertisement
যুদ্ধবিমান ভেঙে পড়ার বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, তীর বেগে গোঁত্তা খেয়ে বিমানবন্দরের জমিতে আছড়ে পড়ল একটি যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে যেন বিস্ফোরণ হলো। দাউদাউ করে জ্বলে উঠল গোটা বিমান।
advertisement
ঘটনার সময়ে ছবি তুলছিলেন ক্যালিফোর্নিয়ার ফটোজার্নালিস্ট কেলভিন চেং। তিনিও ভেঙে পড়া যুদ্ধবিমানটি F-16 ফাইটিং ফ্যালকন দাবি করে লিখেছেন, ‘F16 Thunderbird 5–এর শেষ টেক-অফের ছবি তুলছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেটা ট্রোনা বিমানবন্দরে ভেঙে পড়ে। নেলিস থেকে ৬টি যুদ্ধবিমান উড়েছিল। কিন্তু ফিরল ৫টি। পরে শেষ টেক-অফের ছবি পোস্ট করার চেষ্টা করব।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 11:40 AM IST

