US Election 2024: আমেরিকার ভোটে ব্যালটে বাংলায় লেখা প্রার্থীদের নাম! নেই অন্য কোনও ভারতীয় ভাষা!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
US Election 2024:মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিতে জড়িয়ে গিয়েছে এক অমোঘ বং কানেকশন
নিউইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস? কে হবেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা? এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে তামাম দুনিয়া৷ আমেরিকার নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে বিশ্বের রাজনৈতিক তথা কূটনৈতিক মহলের৷ কিন্তু জানেন কি মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিতে জড়িয়ে গিয়েছে এক অমোঘ বং কানেকশন৷
আমেরিকার ভোটে নিউইয়র্কের এক অংশে ভোটদানের ব্যালটে ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম৷ বাংলা ভাষায় সহযোগিতাও পেতে পারেন ভোটদাতারা৷ নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলে ভারতীয় বাঙালি এবং বাংলাদেশিরা ভিন্নভাষীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ৷ তাই আদালতের নির্দেশে ব্যালটে এবং নির্বাচনী প্রক্রিয়ায় থাকছে বাংলা ভাষা৷ পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে ইংরেজির সঙ্গে ব্যালটে থাকবে চিনা, স্প্যানিশ এবং কোরিয়ান ভাষাও৷
advertisement
আরও পড়ুন : পাঁচ বছরে প্রথম সাক্ষাৎ, শি জিনপিংকে কী বললেন মোদি? কাজানে হল বহু প্রতীক্ষিত বৈঠক
আমেরিকায় নিউইয়র্ক বহু ভাষাভাষীর শহর বলে বিখ্যাত এবং পরিচিত৷ সেখানে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় ভাষাগুলির মধ্যে একমাত্র বাংলাই থাকবে ব্যালটে৷ নিউ ইয়র্ক শহরের বোর্ড অব ইলেকশনস-এর ডিরেক্টর মাইকেল জে রায়ান জানিয়েছেন, ‘‘ইংরেজির বাইরে সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের আরও চারটি ভাষা রাখতে হয়েছে ব্যালটে৷ ইংরেজি ছাড়া সেই ভাষাগুলি হল চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান এবং ভারতীয় ভাষার মধ্যে বাংলা৷’’ প্রশাসনের এই উদ্যোগে নিউইয়র্কবাসী খুশি দুই বাংলার মানুষই৷ প্রসঙ্গত ৫ নভেম্বর ভোটগ্রহণের পর গণনার পালা৷ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ২০ নভেম্বর গ্রহণ করবেন দায়িত্বভার৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 1:23 PM IST