US Election 2024: আমেরিকার ভোটে ব্যালটে বাংলায় লেখা প্রার্থীদের নাম! নেই অন্য কোনও ভারতীয় ভাষা!

Last Updated:

US Election 2024:মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিতে জড়িয়ে গিয়েছে এক অমোঘ বং কানেকশন

আমেরিকার নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে বিশ্বের রাজনৈতিক তথা কূটনৈতিক মহলের
আমেরিকার নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে বিশ্বের রাজনৈতিক তথা কূটনৈতিক মহলের
নিউইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস? কে হবেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা? এই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে তামাম দুনিয়া৷ আমেরিকার নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে বিশ্বের রাজনৈতিক তথা কূটনৈতিক মহলের৷ কিন্তু জানেন কি মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিতে জড়িয়ে গিয়েছে এক অমোঘ বং কানেকশন৷
আমেরিকার ভোটে নিউইয়র্কের এক অংশে ভোটদানের ব্যালটে ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম৷ বাংলা ভাষায় সহযোগিতাও পেতে পারেন ভোটদাতারা৷ নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলে ভারতীয় বাঙালি এবং বাংলাদেশিরা ভিন্নভাষীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ৷ তাই আদালতের নির্দেশে ব্যালটে এবং নির্বাচনী প্রক্রিয়ায় থাকছে বাংলা ভাষা৷ পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে ইংরেজির সঙ্গে ব্যালটে থাকবে চিনা, স্প্যানিশ এবং কোরিয়ান ভাষাও৷
advertisement
আরও পড়ুন : পাঁচ বছরে প্রথম সাক্ষাৎ, শি জিনপিংকে কী বললেন মোদি? কাজানে হল বহু প্রতীক্ষিত বৈঠক
আমেরিকায় নিউইয়র্ক বহু ভাষাভাষীর শহর বলে বিখ্যাত এবং পরিচিত৷ সেখানে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় ভাষাগুলির মধ্যে একমাত্র বাংলাই থাকবে ব্যালটে৷ নিউ ইয়র্ক শহরের বোর্ড অব ইলেকশনস-এর ডিরেক্টর মাইকেল জে রায়ান জানিয়েছেন, ‘‘ইংরেজির বাইরে সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের আরও চারটি ভাষা রাখতে হয়েছে ব্যালটে৷ ইংরেজি ছাড়া সেই ভাষাগুলি হল চাইনিজ, স্প্যানিশ, কোরিয়ান এবং ভারতীয় ভাষার মধ্যে বাংলা৷’’ প্রশাসনের এই উদ্যোগে নিউইয়র্কবাসী খুশি দুই বাংলার মানুষই৷ প্রসঙ্গত ৫ নভেম্বর ভোটগ্রহণের পর গণনার পালা৷ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ২০ নভেম্বর গ্রহণ করবেন দায়িত্বভার৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Election 2024: আমেরিকার ভোটে ব্যালটে বাংলায় লেখা প্রার্থীদের নাম! নেই অন্য কোনও ভারতীয় ভাষা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement