Narendra Modi Xi Jinping meeting: পাঁচ বছরে প্রথম সাক্ষাৎ, শি জিনপিংকে কী বললেন মোদি? কাজানে হল বহু প্রতীক্ষিত বৈঠক

Last Updated:

২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত এবং চিনের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের পর দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল৷


ব্রিকস সম্মেলনের মাঝে মোদি জিনপিং সাক্ষাৎ৷ ছবি- নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল থেকে
ব্রিকস সম্মেলনের মাঝে মোদি জিনপিং সাক্ষাৎ৷ ছবি- নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল থেকে
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সীমান্তে সংঘাত এড়ানোতে ঐক্যমতে পৌঁছতে পেরেছে ভারত এবং চিন৷ এই আবহে বুধবার রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে দীর্ঘ পাঁচ বছর পর মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷
সীমান্তে সংঘাত এড়াতে দু দেশের ঐক্যমতে পৌঁছনোকে স্বাগত জানিয়েছেন দু জনেই৷ চিনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু দেশের সম্পর্কে উন্নতি করতে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সংবেদনশীলতা বাড়ানোর উপরে জোর দিয়েছেন৷ দু দেশের মধ্যে সংঘাত এড়াতে দু পক্ষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর উপরে জোর দিয়েছেন শি জিনপিংও৷
বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শুধু দুই দেশের মানুষের জন্য নয়, বিশ্ব শান্তি এবং স্থিরতা বজায় রাখতেও ভারত এবং চিনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই আমরা বিশ্বাস করি৷ পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতা সেই সম্পর্কে দিশা দেখাবে৷
advertisement
advertisement
২০১৯ সালে ভারত সফরে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ তখনই তামিলনাড়ুতে দুই রাষ্ট্রনেতার মধ্যে শেষ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল৷
২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত এবং চিনের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের পর দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল৷ ধাক্কা খেয়েছিল বাণিজ্যিক লেনদেনও৷ দীর্ঘ টানাপোড়েন এবং দর কষাকষির পর শেষ পর্যন্ত গত সোমবার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাত এড়াতে সমঝোতায় পৌঁছয় ভারত এবং চিন৷ সংঘাত এড়িয়ে সৌহার্দ্যের আবহেই কাজানে মুখোমুখি হলেন মোদি এবং জিনপিং৷ শেষ পর্যন্ত ভারত চিনের দীর্ঘস্থায়ী উন্নতি হয় কি না, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহলও৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Narendra Modi Xi Jinping meeting: পাঁচ বছরে প্রথম সাক্ষাৎ, শি জিনপিংকে কী বললেন মোদি? কাজানে হল বহু প্রতীক্ষিত বৈঠক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement