Ukraine-Russia Conflict: অস্থায়ীভাবে চেকপোস্ট বন্ধ করল ইউক্রেন

Last Updated:

Ukraine-Russia Conflict: গোলাগুলির কারণে অস্থায়ীভাবে ডনবাসে চেকপয়েন্ট বন্ধ করে দিল ইউক্রেন। রুশ সেনা ধীরে ধীরে নিজেদের ছড়িয়ে দিচ্ছে এবং সীমান্তের কাছাকাছি চলে যাচ্ছে। এই আশঙ্কাতেই চেকপোস্ট বন্ধ করেছে ইউক্রেন।

রাজ্য়গুলিতে বাড়ছে উদ্বেগ
রাজ্য়গুলিতে বাড়ছে উদ্বেগ
#নয়াদিল্লি:  গোলাগুলির কারণে অস্থায়ীভাবে ডনবাসে চেকপয়েন্ট বন্ধ করে দিল ইউক্রেন। কিয়েভ থেকে যে গোলাগুলি ছোড়ার খবর শোনা যাচ্ছে, তার জেরে আগেই ফ্রান্স, জার্মানি সেখানকার নাগরিকদের সরিয়ে নিয়েছে। রুশ সেনা ধীরে ধীরে নিজেদের ছড়িয়ে দিচ্ছে এবং সীমান্তের কাছাকাছি চলে যাচ্ছে। এই আশঙ্কাতেই চেকপোস্ট বন্ধ করেছে ইউক্রেন।
শনিবার সকালে পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলিতে দুই সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। ইউক্রেন সীমান্তের আশেপাশে মোতায়েন করা সেনাবাহিনী স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমান, রাশিয়া সম্ভবত ইউক্রেন এবং তার কাছাকাছি অঞ্চল থেকে লক্ষাধিক কর্মী সংগ্রহ করছে। রাশিয়া যদিও ইউক্রেনকে আক্রমণের কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে, তবে কোনও ঝুঁঁকি নিতে চায় না ইউক্রেন।
advertisement
advertisement
advertisement
ক্রমে আরও উদ্বেজনক পরিস্থিতি তৈরি হচ্ছে ইউক্রেনে। খবর পাওয়া গিয়েছে ইউক্রেনের পূর্ব সীমান্তে (Ukraine-Russia Conflict), অর্থাৎ রাশিয়ার দিকের সীমান্ত জুড়ে  সোভিয়েতপন্থী সশস্ত্র রাজনৈতিক কর্মীরা গোলাগুলির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। অনাক্রমণ চুক্তি বারবার লঙ্ঘিত হচ্ছে। আমেরিকা ও ইউক্রেনের বর্তমান সরকারের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনায় ইন্ধন জোগাচ্ছে রাশিয়া (Ukraine-Russia Conflict)।
advertisement
ময়ে রাষ্ট্রপতির সফর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন।
আমেরিকার তরফ থেকে বারবারই বলা হয়েছে, রাশিয়া এখন ইউক্রেন দখলের ছুতো খুঁজছে। সামান্য কোনও ঘটনা ঘটলেই ইউক্রেন সীমান্তের মধ্যে ঢুকে পড়তে পারে রাশিয়া ও দখল নিতে পারে। ক্রাইমিয়ার বন্দরে দিন কয়েক আগেই পৌঁছেছে তিনটি রুশ যুদ্ধজাহাজ। এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লক্ষ সেনা মজুত করেছে  পুতিন সরকার। সেনা মৃত্য়ুর পর থেকে সীমান্তে কড়াকড়ি আরও বাড়াচ্ছে ইউক্রেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine-Russia Conflict: অস্থায়ীভাবে চেকপোস্ট বন্ধ করল ইউক্রেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement