Bangladesh: মুখ পুড়ল বাংলাদেশের! নাগরিকদের সাবধান করে কী বলল ব্রিটিশ সরকার?

Last Updated:

ইউনূস সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেশে মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী শক্তিগুলি৷ যার জেরে দেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়তে থাকে৷

বিশ্বের দরবারে কোণঠাসা বাংলাদেশ৷ ফাইল ছবি।
বিশ্বের দরবারে কোণঠাসা বাংলাদেশ৷ ফাইল ছবি।
লন্ডন: সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগে ফের উত্তপ্ত বাংলাদেশ৷ ক্রমেই অশান্তি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে৷ এই পরিস্থিতিতে বিশ্বের দরবারেও ক্রমেই কোণঠাসা হচ্ছে বাংলাদেশ৷ খুব প্রয়োজন না হলে বাংলাদেশে না যাওয়ার জন্য নাগরিকদের সতর্ক করে দিল ইউকে (যুক্তরাজ্য)৷ মঙ্গলবার ব্রিটিশ নাগরিকদের জন্য এই সতর্কবার্তাই জারি করেছেন ইউকে-র ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস৷
কয়েক মাস আগেই সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ৷ শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী মহম্মদ ইউনূস৷
advertisement
advertisement
কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেশে মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী শক্তিগুলি৷ যার জেরে দেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত গত ২৫ নভেম্বর গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাস নামে এক সন্ন্যাসীকে৷ এই ঘটনার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা লাগামছাড়া ভাবে বাড়তে থাকে৷ দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে৷ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করা হয়েছে ব্রিটিশ সংসদেও৷ বিশ্বের অন্যান্য দেশও বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে৷
advertisement
মঙ্গলবার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা নিয়ে ব্রিটিশ সংসদে সরব হন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাংসদ প্রীতি পটেল৷ বাংলাদেশে সংখ্যালঘুদের প্রাণ বাঁচাতে পদক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকারকে পদক্ষেপ করার জন্য অনুরোধ করেন৷ এর পরেই ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশকে এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা জারি করে সেদেশের সরকার৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: মুখ পুড়ল বাংলাদেশের! নাগরিকদের সাবধান করে কী বলল ব্রিটিশ সরকার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement