Bangladesh Hilsa : 'দানব' ইলিশ ধরা পড়ল জালে, আড়াই কেজি ওজন! দৈত্যাকার মাছ কত টাকায় বিক্রি হল জানেন? শুনে অবাক হয়ে যাবেন

Last Updated:

Hilsa : বাংলাদেশ থেকে প্রথম দফায় ইলিশ এসেছে বাংলায়। পুজোর আগে বাংলার বিভিন্ন বাজারে বাংলাদেশের ইলিশ প্রায় ২০০০-২২০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে ধরা পড়ল একটি আড়াই কেজি ওজনের ইলিশ।

News18
News18
ঢাকা : আড়াই কেজির ইলিশ!
বাংলাদেশ থেকে প্রথম দফায় ইলিশ এসেছে বাংলায়। পুজোর আগে বাংলার বিভিন্ন বাজারে বাংলাদেশের ইলিশ প্রায় ২০০০-২২০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে ধরা পড়ল একটি আড়াই কেজি ওজনের ইলিশ। সেই মাছ বিক্রি হল ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকায়।
বাংলাদেশের পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে মাছটি আসার পর সেখানে রীতিমতো হইচই পড়ে যায়। জানা যায়, গভীর সমুদ্রে ইলিশ শিকারের সময় অন্য মাছের সঙ্গে সেই ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ‘দানব’ ইলিশটি জালে ধরা পড়ে। সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে সেটি কিনে নেন মাছ ব্যবসায়ী ইশতিয়াক।
advertisement
advertisement
আরও পড়ুন- পরিস্থিতি সবে একটু শান্ত হয়েছে, অমনি চুপি চুপি নেপাল থেকে ভারতে এলেন সেই নেতা!
জানা যায়, এখন আর সেভাবে বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটি নিলামের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। ক্রেতা ইশতিয়াক বলেছেন, ‘বিশাল সাইজের ইলিশ মাছটি ঢাকায় পাঠানো হবে।’ স্থানীয় জেলেরা জানান, এখনকার সময়ে বড় ইলিশের সংখ্যা খুবই কম। কারণ ইলিশ বড় হওয়ার আগেই ধরে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। সাইজে বড় হওয়ায় মাছটি বেশি দামে বিক্রি হয়েছে। মৎসজীবীরা জানান, সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল বলে মনে করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Hilsa : 'দানব' ইলিশ ধরা পড়ল জালে, আড়াই কেজি ওজন! দৈত্যাকার মাছ কত টাকায় বিক্রি হল জানেন? শুনে অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement