Home /News /international /
রক্তাক্ত বাংলাদেশ, জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫, আহত ৫০

রক্তাক্ত বাংলাদেশ, জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫, আহত ৫০

জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫। শুক্রবার সকালে দুই পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন

 • Share this:

  #বাংলাদেশ: জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫। শুক্রবার সকালে দুই পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। জানা গিয়েছে, এদিন সকাল ৭ টা নাগাদ পূর্বাঞ্চলের জেলা শ্রীহট্টে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, জখম হয়েছেন আরও ৫০ জন যাত্রী। দুর্ঘটনায় দু’টি বাসের চালকই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকামুখী এনা পরিবহণের দ্রুতগতির দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, বাসগুলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

  অন্য দুর্ঘটনাটি ঘটে শাজাহানপুরে। ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ৪ জন অটোযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশা চালকও রয়েছেন। জানা যায়, এদিন সকাল ৬টা নাগাদ ঢাকা-রংপুর জাতীয় সড়কের মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহণের একটি বাস সামনে থাকা অটোকে ধাক্কা দেয়। শাহাজানপুর থানা সূত্রে জানা গিয়েছে, বাসের চালক ও হেলপারদুজনেই পলাতক।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Bangladesh

  পরবর্তী খবর