রক্তাক্ত বাংলাদেশ, জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫, আহত ৫০
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫। শুক্রবার সকালে দুই পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন
#বাংলাদেশ: জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৫। শুক্রবার সকালে দুই পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। জানা গিয়েছে, এদিন সকাল ৭ টা নাগাদ পূর্বাঞ্চলের জেলা শ্রীহট্টে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, জখম হয়েছেন আরও ৫০ জন যাত্রী। দুর্ঘটনায় দু’টি বাসের চালকই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকামুখী এনা পরিবহণের দ্রুতগতির দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, বাসগুলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
অন্য দুর্ঘটনাটি ঘটে শাজাহানপুরে। ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ৪ জন অটোযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশা চালকও রয়েছেন। জানা যায়, এদিন সকাল ৬টা নাগাদ ঢাকা-রংপুর জাতীয় সড়কের মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহণের একটি বাস সামনে থাকা অটোকে ধাক্কা দেয়। শাহাজানপুর থানা সূত্রে জানা গিয়েছে, বাসের চালক ও হেলপারদুজনেই পলাতক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2021 1:47 PM IST