Turkey Earthquake: ভূমিকম্পের পরে আটকে পড়েছিলেন দমবন্ধ করা অন্ধকারে, হোয়াটস অ্যাপই ফিরিয়ে দিল জীবন
- Published by:Satabdi Adhikary
Last Updated:
কোবাতের স্টেটাস দেখেই তাঁর পরিজনেরা জানতে পারেন, ধ্বংসস্তূপের নীচে ঠিক কোথায় আটকে রয়েছেন কোবাতরা। উদ্ধারকারী দলকেও বিষয়টি জানানো হয়।
তুরস্ক: গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুমিছিলের মধ্যেও খুশির খবর। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েই তুরস্কে বাঁচানো গেল বহু মানুষের প্রাণ। অভিনব এই খবরে শোরগোল সর্বত্র।
কথায় বলে বুদ্ধি যার বল তার! পুরনো প্রবাদ ফের প্রমাণ করে দিলেন তুরস্কের বছর কুড়ির এক তরুণ বোরান কোবাত। আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য মায়ের সঙ্গে ইস্তানবুল থেকে তুরস্কে এসেছিলেন ওই তরুণ। এর মধ্যেই সোমবারের ভূমিকম্প।
আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে ১৭ ঘণ্টা! ভাইকে আগলে রাখল দিদি-র হাত, তারপর....
সোমবারের প্রবল ভূমিকম্পের পরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল তাদের বাড়িও। কংক্রিটের স্তূপের নীচে আটকে পড়ে গিয়েছিলেন ওই কোবাত এবং তাঁর মা। কিন্তু সেই বিপদের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখেছিলেন কোবাত। সমানে মায়ের সাড়া নিয়ে চলেছিলেন। এরপরে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা অবস্থাতেই নিজেদের লোকেশন হোয়াটস অ্যাপ স্টেটাসে শেয়ার করেন ওই তরুণ। একটি ভিডিও মেসেজও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
advertisement
advertisement
https://youtu.be/ArWF56kb_5Q
ভিডিও মেসেজে কোবাত বলেন, "যাঁরাই আমার এই ভিডিও দেখছেন, তাঁরা আমার লোকেশনটা খেয়াল করুন। আমাদের সাহায্য করুন। দয়া করে আমাদের প্রাণ বাঁচান।"
আরও পড়ুন: অসম সরকারের প্রশংসায় পঞ্চমুখ লিওনার্দো ডি ক্যাপ্রিও, হঠাৎ কী হল?
আর এই ভিডিও মেসেজেই হয় কাজ। কোবাতের স্টেটাস দেখেই তাঁর পরিজনেরা জানতে পারেন, ধ্বংসস্তূপের নীচে ঠিক কোথায় আটকে রয়েছেন কোবাতরা। উদ্ধারকারী দলকেও বিষয়টি জানানো হয়। তারপরেই দীর্ঘক্ষণের চেষ্টায় প্রায় অক্ষত ভাবেই কোবাত ও তাঁর মা'কে উদ্ধার করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 10, 2023 6:50 PM IST