Leonardo DiCaprio: অসম সরকারের প্রশংসায় পঞ্চমুখ লিওনার্দো ডি ক্যাপ্রিও, কেন? হঠাৎ কী এমন হল?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
হলিউড অভিনেতার কাছ থেকে এমন প্রশংসা পাওয়ার পরেই পাল্টা একটি ট্যুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সেই ট্যুইটে লিওনার্দোকে কাজিরাঙ্গায় আসার জন্য আমন্ত্রণ জানান তিনি।
গুয়াহাটি: 'টাইটানিক' খ্যাত অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্য়াপ্রিও-কে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে অসম সরকারের ভূয়সী প্রশংসা করেন লিও। তারপরেই এই নিমন্ত্রণের উদ্যোগ।
কিন্তু, হঠাৎ, অসম সরকারের প্রশংসা করলেনই বা কেন লিওনার্দো?
আরও পড়ুন: প্রবল বিতর্ক! শেষে ভ্যালেন্টাইন্স ডে-র দিন গরুকে জড়িয়ে ধরার আর্জি প্রত্যাহার করল কেন্দ্রীয় মন্ত্রক
কারণ, একশৃঙ্গ গন্ডারের পাচার রোধে অসম সরকারের ভূমিকা।
advertisement
ইনস্টাগ্রামে করা ওই পোস্টে লিওনার্দো লিখেছিলেন, '২০০০ থেকে ২০২১ পর্যন্ত অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে ১৯০টি একশৃঙ্গ গন্ডার তাদের শৃঙ্গের জন্য পাচারকারীদের হাতে মারা পড়েছিল। ২০২১ সালে কাজিরাঙার এই পাচা-সমস্যা মেটাতে উঠেপড়ে লাগে ভারতের অসম সরকার। ২০২২ সালেই তাঁরা লক্ষ্যে পৌঁছয়। ২০২২ সালে একটিও গন্ডার কাজিরাঙা থেকে পাচার করতে পারেনি দুষ্কৃতীরা। এমন ঘটনা ১৯৭৭ সালের পরে এই প্রথম।
advertisement
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রায় ২ হাজার ২০০ টি একশৃঙ্গ গন্ডারের বাস। গোটা বিশ্বের একশৃঙ্গ গন্ডারের সংখ্যার যা দুই তৃতীয়াংশ।'
Preserving wildlife is integral to our cultural identity.
We are dedicated to persevering and safeguarding our rich cultural heritage. Thank you for your kind words, @LeoDiCaprio, and I extend a warm invitation to you to visit @kaziranga_ and Assam. pic.twitter.com/iYhkvbT3I3 — Himanta Biswa Sarma (@himantabiswa) February 9, 2023
advertisement
হলিউড অভিনেতার কাছ থেকে এমন প্রশংসা পাওয়ার পরেই পাল্টা একটি ট্যুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সেই ট্যুইটে লিওনার্দোকে কাজিরাঙ্গায় আসার জন্য আমন্ত্রণ জানান তিনি।
এক শৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত উত্তরপূর্ব ভারতের অসম রাজ্য। কিন্তু, অতীতে বেলাগাম চোরাশিকারের কারণে এই একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের সংখ্যাই হুহু করে কমে যাচ্ছিল। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবেশবিদ থেকে পশুপ্রেমীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Assam
First Published :
February 10, 2023 6:17 PM IST