Leonardo DiCaprio: অসম সরকারের প্রশংসায় পঞ্চমুখ লিওনার্দো ডি ক্যাপ্রিও, কেন? হঠাৎ কী এমন হল?

Last Updated:

হলিউড অভিনেতার কাছ থেকে এমন প্রশংসা পাওয়ার পরেই পাল্টা একটি ট্যুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সেই ট্যুইটে লিওনার্দোকে কাজিরাঙ্গায় আসার জন্য আমন্ত্রণ জানান তিনি।

গুয়াহাটি: 'টাইটানিক' খ্যাত অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্য়াপ্রিও-কে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে অসম সরকারের ভূয়সী প্রশংসা করেন লিও। তারপরেই এই নিমন্ত্রণের উদ্যোগ।
কিন্তু, হঠাৎ, অসম সরকারের প্রশংসা করলেনই বা কেন লিওনার্দো?
advertisement
ইনস্টাগ্রামে করা ওই পোস্টে লিওনার্দো লিখেছিলেন, '২০০০ থেকে ২০২১ পর্যন্ত অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে ১৯০টি একশৃঙ্গ গন্ডার তাদের শৃঙ্গের জন্য পাচারকারীদের হাতে মারা পড়েছিল। ২০২১ সালে কাজিরাঙার এই পাচা-সমস্যা মেটাতে উঠেপড়ে লাগে ভারতের অসম সরকার। ২০২২ সালেই তাঁরা লক্ষ্যে পৌঁছয়। ২০২২ সালে একটিও গন্ডার কাজিরাঙা থেকে পাচার করতে পারেনি দুষ্কৃতীরা। এমন ঘটনা ১৯৭৭ সালের পরে এই প্রথম।
advertisement
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রায় ২ হাজার ২০০ টি একশৃঙ্গ গন্ডারের বাস। গোটা বিশ্বের একশৃঙ্গ গন্ডারের সংখ্যার যা দুই তৃতীয়াংশ।'
advertisement
হলিউড অভিনেতার কাছ থেকে এমন প্রশংসা পাওয়ার পরেই পাল্টা একটি ট্যুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সেই ট্যুইটে লিওনার্দোকে কাজিরাঙ্গায় আসার জন্য আমন্ত্রণ জানান তিনি।
এক শৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত উত্তরপূর্ব ভারতের অসম রাজ্য। কিন্তু, অতীতে বেলাগাম চোরাশিকারের কারণে এই একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের সংখ্যাই হুহু করে কমে যাচ্ছিল। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবেশবিদ থেকে পশুপ্রেমীরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Leonardo DiCaprio: অসম সরকারের প্রশংসায় পঞ্চমুখ লিওনার্দো ডি ক্যাপ্রিও, কেন? হঠাৎ কী এমন হল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement