ISIS প্রধান বাগদাদির দিদিও এ বার গ্রেফতার তুরস্কের গোপন ডেরায়

বাঁদিকে বাগদাদির দিদি

 • Share this:

  #বেইরুট: জঙ্গি সংগঠন আইসিস-এর প্রধান আবু বকর আল বাগদাদিকে নিকেষ করার পর এ বার বাগদাদির দিদিকে সিরিয়া থেকে আটক করল তুরস্ক৷ সংবাদ সংস্থাকে তুরস্ক জানিয়েছে, আইসিস-এ জঙ্গি কার্যকলাপে যুক্ত বাগদাদির দিদিও৷ তবে তার সম্পর্ক বেশি কিছু জানাতে চায়নি তুরস্ক৷

  ৬৫ বছর বয়সি রসমিয়া আওয়াদ উত্তর-পশ্চিম সিরিয়ায় আইসিস-এর দেখভালের দায়িত্বে ছিল৷ আলেপ্পোর আজাজ শহরে পরিবারের সঙ্গেই ছিল রসমিয়া৷ তুরস্ক একটি গোপন অভিযানে রসমিয়াকে গ্রেফতার করে৷ তুরস্ক সরকার জানিয়েছে, বাগদাদির দিদি তার স্বামী, নাতনি ও ৫ সন্তান-সহ বাস করত৷ বাকিদেরও আটক করা হয়৷ তবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়৷ রসমিয়াকে গ্রেফতার করা হয়৷

  কয়েক দিন আগে মার্কিন বিমান হানায় মৃত্যু হয় আইসিস-এর প্রধান আবু বকর আল বাগদাদি৷ আইসিস তা স্বীকারও করেছে৷ বহু আইসিস জঙ্গি ওই দিনই স্মাগলিং রুট ধরে উত্তর-পশ্চিম সিরিয়ায় পালিয়ে যায়৷ ২০১৪ সালে নিজেকে 'খলিফা' ঘোষণা করে আবু বকর আল বাগদাদি। সেই সময় থেকেই আইসিস জঙ্গি প্রধানকে হন্যে হয়ে খুঁজছিল মার্কিন সেনা ও সিআইএ। বাগদাদি সম্পর্কে খোঁজ খবর পেতে গত পাঁচ বছর ধরে বিভিন্ন শক্তির সঙ্গে হাত মিলিয়ে ইনটেলিজেন্স নেটওয়ার্ক গড়ে তুলেছিল সিআইএ। তারই সাফল্য পেল পেন্টাগন।

  আরও ভিডিও: কীভাবে বাগদাদির গোপন ডেরায় অভিযান চালায় মার্কিন সেনা? ভিডিও প্রকাশ পেন্টাগনের

  First published: