‘সেরা ও সুন্দর অস্ত্র পাঠাব’, ইরানকে ফের হুমকি ট্রাম্পের

Last Updated:

ইরানকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

#ওয়াশিংটন: ইরানকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ট্যুইটে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, ‘হামলা হওয়ায় প্রত্যাঘাত ৷ আর যেন হামলা না করে ৷ না হলে তুমুল হামলা হবে ৷ এমন হামলা করব, ভাবতেও পারবে না ৷
ট্রাম্প ট্যুইটে আরও লেখেন, সামরিক খাতে বরাদ্দ ২ ট্রিলিয়ন ডলার ৷ আমাদের হাতেই অত্যাধুনিক সামরিক অস্ত্র ৷ বিশ্বের সবচেয়ে বেশি অত্যাধুনিক অস্ত্র ৷ সামরিক শক্তিতে বিশ্বে আমরাই সেরা ৷ ইরান হামলা করলে প্রত্যাঘাত ৷ সেরা, ‘সুন্দর’ অস্ত্র পাঠাব ৷
donald 111 1
advertisement
advertisement
এর আগে ট্যুইট করে ট্রাম্প লিখেছিলেন, ‘ইরানের ৫২ জায়গা টার্গেট৷
খুব তাড়াতাড়ি জবাব পাবে ইরান ৷’
প্রবল উত্তেজনা ছিলই। মার্কিন ড্রোন হামলায় সুলেইমানির মৃত্যুর পর এখন আমেরিকা-ইরান যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যার প্রভাব পড়তে পারে গোটা পশ্চিম এশিয়ায়। চাপে পড়ে মিত্র দেশগুলিকে পাশে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ইতিমধ্যেই যুদ্ধের জ্যন প্রায় প্রস্তুত ইরান ৷ আর তার ইঙ্গিত মসজিদের মাথায় উড়তে থাকা লাল পতাকা ৷ সম্প্রতি ইরানের জামকরন মসজিদের মাথায় লাল পতাকা উড়তে দেখা গেল।এর অর্থ, দেশের জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা। এমনিতে জামকরন মসজিদের মাথায় ধর্মীয় পতাকা উড়তে দেখা যায়। কিন্তু মসজিদের চূড়ায় লাল পতাকা লাগিয়ে দেওয়ার অর্থ যুদ্ধ ঘোষণা। এ ঘটনা প্রথম নয়, এর আগে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতেও মসজিদের চূড়ায় লাল পতাকা উড়তে দেখা গিয়েছিল।
advertisement
ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই, ট্রাম্পের নির্দেশে মিত্র দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ৷ পাক সেনাপ্রধান বাজওয়ার সঙ্গে ফোনে কথা বলছেন পম্পেও ৷ ইরাক ও আফগান প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন ৷ কথা বলেছেন সৌদি ও আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৷
অন্যদিকে, চুপ করে বসে নেই ইরানও। শনিবারই রাজধানী তেহরানে সুলেইমানির মেয়ের সঙ্গে দেখা করেন সেদেশের প্রেসিডেন্ট হাসান রুহানি। তাঁর বাবার মৃত্যুর বদলা নেওয়ারও আশ্বাস দেন।
advertisement
এদিনই সুলেইমানির কফিনবন্দি দেহ নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে মিছিল করেন তাঁর সমর্থকরা। গাজায় মার্কিন বিরোধিতায় মিছিল করেন প্যালেস্তিনীয়রাও। এমন উত্তপ্ত পরিস্থিতিতে, উপসাগীয় যুদ্ধের পুনরাবৃত্তির আশঙ্কাপ্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতিরেজ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘সেরা ও সুন্দর অস্ত্র পাঠাব’, ইরানকে ফের হুমকি ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement