Trump Controversy: নিজের দেশের মানুষই এবার চরম অপমান করল ট্রাম্পকে! মার্কিন প্রেসিডেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Trump Controversy: এক লাইভ সাক্ষাৎকারে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যারল ক্রিস্টিন ফেয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকথ্য ভাষায় সম্বোধন করেন। মন্তব্য ঘিরে হাস্যরোল ছড়ালেও তিনি মন্তব্যে অনড় থেকে ট্রাম্প প্রশাসনের দুর্বলতা ও আমলাতান্ত্রিক সমস্যার কঠোর সমালোচনা করেন। বিস্তারিত জানুন...
নিউ ইয়র্ক: মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী ক্যারল ক্রিস্টিন ফেয়ারের আক্রমণ থেকে রেহাই পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক মুইদ পিরজাদা-র এক সাক্ষাৎকার নিয়েছিলেন তাঁর৷ সেখানেই ট্রাম্পকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন এই ব্যক্তি৷
এই ব্যক্তি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে “চ***য়া” বলে সম্বোধন করেন। মন্তব্যটি শোনার পর স্টুডিওতে হাসির রোল পড়ে যায়। তিনি পরে আবারও সেই শব্দ ব্যবহার করেন এবং ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা শুরু করেন। উল্লেখ্য, হিন্দি শব্দটি আনুমানিকভাবে “বোকা” বা “ইডিয়ট”-এর সমার্থক।
advertisement
advertisement
ফেয়ার এরপর মন্তব্য করেন, “আমার আশাবাদী সত্তা বিশ্বাস করতে চায় যে, আমলাতন্ত্র সবকিছু ঠিক রাখবে। কিন্তু আমার নৈরাশ্যবাদী সত্তা এটা বলে যে, মাত্র ছয় মাস কেটেছে আর আমাদের সামনে চার বছর থাকতে হবে এই চ**য়া-কে নিয়ে।”
তিনি আরও বলেন, “এটাই সেই শব্দ যা আমি উর্দুতে বারবার ব্যবহার করি এবং অনেক দর্শক আপত্তি করেন। অথচ এবার আমরা ইংরেজি আলোচনায়ও এটিই ব্যবহার করেছি।”
advertisement
এর জবাবে সাক্ষাৎকার গ্রহণকারী পিরজাদা বলেন, “এই নির্দিষ্ট শব্দটির এত বিশাল গুরুত্ব যে অনেক সময় কোনও পরিস্থিতি বোঝাতে এই শব্দটি ব্যবহার করা ছাড়া উপায় থাকে না।”
জবাবে ফেয়ার বলেন, “আমার গাড়ির লাইসেন্স প্লেটও হল চ**য়া।” এরপর তিনি ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, “ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই তাঁদের ক্ষেত্রে বিশেষজ্ঞ নন। তাঁদের একক শক্তি হিসেবে নেওয়া প্রলুব্ধকর হলেও, বাস্তবে বিষয়টি অনেক জটিল। আমাদের একটি বিশাল আমলাতন্ত্র আছে যা গত ২৫ বছর ধরে এই সম্পর্কগুলো নিয়ে কাজ করছে। কিন্তু আমরা হাজার হাজার স্টেট ডিপার্টমেন্ট কর্মী হারিয়েছি, এবং কোথায় সেই অভিজ্ঞতা নষ্ট হয়েছে তার কোনও ধারণা নেই।”
advertisement
ক্যারল ক্রিস্টিন ফেয়ার মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তিনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক বিষয় নিয়ে বিশেষজ্ঞ। তিনি র্যান্ড কর্পোরেশন, আফগানিস্তানে জাতিসংঘ এবং ইউএস ইনস্টিটিউট অফ পিস-এ কাজ করেছেন। পাকিস্তানের সেনাবাহিনী ও লস্কর-ই-তৈবার ওপর তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 10:08 PM IST