চিনা সামগ্রী আমদানির ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা ট্রাম্পের
Last Updated:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক সাংবদিক সম্মেলনে চিন থেকে আমদানিজাত দ্রব্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ৷
#ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক সাংবদিক সম্মেলনে চিন থেকে আমদানিজাত দ্রব্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ৷ লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয় ৷ তিনি আশা প্রকাশ করেছেন এর ফলে আসাধু ব্যবসায়ীদের রমরমা কমবে বলেই মনে করা হচ্ছে ৷
এই ঘোষণার রেশ দেখা গিয়েছে বেজিং-এ ৷ পৃথিবীর সর্ব বৃহৎ দুই শিল্প উৎপাদনকারী দেশে মধ্যে এই ধরনের সিদ্ধান্ত কতটা বাজারকে চাঙ্গা করবে না বাজার শুয়ে পড়বে ? সেটা বলে দেবে আগামী সময়ই ৷
advertisement
advertisement
এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন আমাদের এক বিপরীতমুখী পদ্ধতির জন্য নিজেদের প্রযুক্তির গুণগত মানের মূল্য আমারা হারাচ্ছি ৷ কতদিন আর মেনে নেওয়া যেতে পারে এমন ঘটনা ৷ এই অতিরিক্তি শুল্ক আমদানি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে ৷
এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেছেন এই তালিকায় শুধুমাত্রই চিনই নেই কানাডা, মেক্সিকো সহ সমস্ত ইউরোপীয় দেশ গুলির ক্ষেত্রে বলবৎ হবে ৷ তবে শুক্রবারের এই ঘোষণায় অমেরিকায় চিনের বিভিন্ন জিনিসপত্রের ওপর বাড়তি শুল্ক কার্যকর হওয়ার পথে আর কোনও বাধা থাকল না, কার্যকর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2018 4:49 PM IST