সুজাত বুখারি ও ঔরঙ্গজেব, দু'জনেরই সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল

Last Updated:

দু'জনেই দেশের সেবক ৷ দু'জনেই চরম দেশপ্রেমীক ৷ তবে দেশকে ভালবাসতে দুজনেরই পেশার খাতিরে অস্ত্র ছিল আলাদা ৷ একজন কলমের মাধ্যমে দেশে শান্তির বার্তা দিয়েছিলেন তো অন্যজন বন্দুক হাতে সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা করে এসেছেন ৷

#শ্রীনগর: দু'জনেই দেশের সেবক ৷ দু'জনেই চরম দেশপ্রেমীক ৷ তবে দেশকে ভালবাসতে দুজনেরই পেশার খাতিরে অস্ত্র ছিল আলাদা ৷ একজন কলমের মাধ্যমে দেশে শান্তির বার্তা দিয়েছিলেন তো অন্যজন বন্দুক হাতে সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা করে এসেছেন ৷
হ্যাঁ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রয়াত সাংবাদিক সুজাত বুখারি ও শহিদ জওয়ান ঔরঙ্গজেব ৷ একজন পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের প্রচ্ছদ রচনা করেছেন তো অন্যজন তা পূর্ণতা দিয়েছেন ৷ সুজাত বুখারি তাঁর লেখনিতে পাকিস্তানের বিরোধীতা করেছিলেন, আর ঔরঙ্গজেব পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিয়েছিলেন ৷
দু'জন দু'জনকে চিনতেন, হয়ত কাজের খাতিরে তেমন ভাবে দু'জনের যোগাযোগ হতনা ঠিকই ৷ তবুও দু'জন দু'জনের প্রতি শ্রদ্ধায় অপার ছিলেন ৷ গতকালই দেশ হারিয়ে এমনই দুই রত্নকে ৷ সুজাত বুখারি ছিলেন রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সাংবাদিক ৷ গতকাল তাঁর অফিসের বাইরে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তিনি ৷ অপরজন ছিলেন ভারতীয় সেনা জওয়ান ঔরঙ্গজেব ৷ শোপিয়ানে তিনি বহাল ছিলেন ৷ সন্ত্রাসবাদীরা তাঁকে অপহরণ করে গুলিতে ঝাঁঝরা করেছিল গোটা শরীর ৷ দুজনে সমান ভাবে দেশকে ভালবেসে পেয়েছেন যন্ত্রণা জনক মৃত্যু ৷
advertisement
advertisement
পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি নীতি নিয়েছে সরকার ৷ তবুও যেন মৃত্যু মিছিল কিছুতেই পিছু ছাড়ছেনা ৷ তবে দুই শান্তি প্রতিষ্ঠাতার এই রকম নিঃশব্দে এত তাড়াতাড়ি চলে যাওয়া দেশবাসীকে বেশ মর্মাহত করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সুজাত বুখারি ও ঔরঙ্গজেব, দু'জনেরই সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement